• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

জনসমর্থন থাকলে কেউ পালায় না: এ টি এম আজহারুল

   ১২ জুন ২০২৫, ০২:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

সৈয়ধপুর প্রতিনিধি

জনসমর্থন থাকলে কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই পালিয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে নিজ গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

দীর্ঘ ১৪ বছর কারাভোগের পর নিজ এলাকায় ফিরে আসায় গণসংবর্ধনার আয়োজন করে স্থানীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রংপুরের তারাগঞ্জের জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়। 

এ টি এম আজহার বলেন, আমাদের মীর কাসিম আলীর যুদ্ধাপরাধের মামলা যখন শুরু হয়, তখন আমেরিকায় ছিলেন তিনি। আমাকে বলা হয়েছিল, আপনি আসবেন না। আমি বলেছিলাম, আমি তো কোন অপরাধ করিনি। আমার দেশেই মরবো আমি। আমি দেশে এলাম। আর যারা বড় বড় কথা বলেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে।

জামায়াত নেতা আজহারুল ইসলাম বলেন, ১৪ বছর কারাবরণ করার পর মুক্ত হয়ে নিজ এলাকায় যাচ্ছি আমি। দেশবাসী ও এলাকাবাসীকে এর জন্য ধন্যবাদ জানাই। আমি এখন মুক্ত, আমি স্বাধীন, এখন নিজের মতামত আমি নিজে প্রকাশ করতে পারি। এ সময় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয়, রংপুর মহানগর, জেলা ও উপজেলা আমিরও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, তারাগঞ্জ ও বদরগঞ্জে স্থানীয় জামায়াত আয়োজিত দুটি সমাবেশে প্রধান অতিথি হিসবে এ টি এম আজহারুল ইসলাম বক্তব্য দিবেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু