• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

কলেজ শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

   ১২ জুন ২০২৫, ০৮:১৯ পি.এম.
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন বায়েজীদ বোস্তামি। ছবি: ভিওডি বাংলা

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে জমি আত্মসাৎ, জবর দখল ও প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগ উঠেছে কামাল মোস্তফা ওরফে আফজাল নামের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে। 

বুধবার (১১ জুন) দুপুর ১২টায় পৌর শহরের আফ্রাতপাড়াস্থ নিজ বাসভবনে এমনই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্তের আপন ছোট ভাই স্কুল শিক্ষক বায়েজীদ বোস্তামি। 

অভিযুক্ত কামাল মোস্তফা চাটমোহর সরকারী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন আনু’র ছেলে। 

এদিকে সংবাদ সম্মেলনের পাশাপাশি মঙ্গলবার (১০ জুন) রাতে ভুক্তভোগী স্কুল শিক্ষক বায়েজীদ বোস্তামী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আপন বড় ভাই কামাল মোস্তফার বিরুদ্ধে অভিযোগ এনে বায়েজীদ বোস্তামী বলেন, ‘আমরা দুই ভাই ও পাঁচ বোন। আমার বড় ভাই আমাদের বাবা-মায়ের সম্পত্তি একাই ভোগ দখল করে আসছে। বাবা-মায়ের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি চাইতে গেলে তিনি ভয়তীতি দেখান ও হুমকি দেন। সম্পত্তি চাওয়ার পর থেকে তার নিপীড়নের মাত্রা বেড়ে গেছে। আমি আমার ছেলের জন্য নতুন ঘর নির্মাণের জন্য বিভিন্ন উপকরণ নিয়ে গেলে ঘর নির্মাণে বাধা দেন।’

তিনি আরো বলেন, ‘বড় ভাই ঋণমুক্তির কথা বলে বাবা বেঁচে থাকাকালীন বাবাকে ভুল বুঝিয়ে ৫ বিঘা ও ১১৪ শতাংশ জমি আমাদের ফাঁকি দিয়ে নিজের নামে রেজিস্ট্রি করে নেন। সর্বশেষ মঙ্গলবার আমার ছেলে গাছের আম পাড়তে গেলে বড় ভাই (কামাল মোস্তফা) শাবল ও হাসুয়া নিয়ে ভয়ভীতি দেখান এবং হাতে থাকা হাঁসুয়া দিয়ে গাছের সমস্ত কাঁঠাল কুপিয়ে নিয়ে যান। এমতবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা জন্য এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি পাওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানান।'

এ ব্যাপারে অভিযুক্ত সহকারী অধ্যাপক কামাল মোস্তফা ওরফে আফজাল বলেন, 'একজন অভিযোগ করতেই পারে। অভিযোগ করলেই সব সত্য হয়ে যায় না। তার অভিযোগের কোনো ভিত্তি নাই। বরং সে আমাদের জমি দখল করে খাচ্ছে। প্রভাব খাটিয়ে সব হয় না। ও অন্যায়কারী। যা বলছে সব মিথ্যা। এ নিয়ে অনেক দেন দরবার হইছে। আমিও সেসব বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো।'

ভিওডি বাংলা/এম এস রহমান/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়