• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘নুরের ওপর হামলা ফ্যাসিবাদী রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ’

   ১৩ জুন ২০২৫, ০৫:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। ন্যায়-নীতি ও জনকল্যাণের মাধ্যমে পরস্পর প্রতিযোগিতা হবে এটাই জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাজনৈতিক চরিত্র হবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু গতকাল ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অগ্রসেনানী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে তার নিজ এলাকায় যেভাবে সহিংস পন্থায় অবরুদ্ধ করা হয়েছে তা আমাদের বিস্মিত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং নিন্দনীয় এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে।

শুক্রবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, নুরুল হক নুরের অভিযোগ মতে এই হামলার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে। তাই যদি হয় তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাব, অবিলম্বে জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নিন। কারণ জুলাই অভ্যুত্থানের পরে দেশে আবারও সহিংস রাজনৈতিক সংস্কৃতির চর্চা হতে দেওয়া যাবে না। বিএনপির কারণে পুরোনো অশুভ রাজনৈতিক সংস্কৃতি বিষবাষ্প ছড়ালে ইতিহাসের কাছে বিএনপিকে দায়বদ্ধ করা হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পরে দেশের রাজনীতিতে পুরোনো ধারার দখলবাজি, চাঁদাবাজি ও সহিংস ঘটনার সাথে দেশের একটি নির্দিষ্ট দলের নেতা-কর্মীদের নাম বারবার উঠে আসছে। এই প্রবণতা জাতিকে শঙ্কিত করছে। আগামী নির্বাচনের কথা চিন্তা করে আমরা উদ্বিগ্ন হচ্ছি। বিএনপির তৃণমূলের এই অসুস্থ মনোভাব ও রাজনৈতিক চরিত্র দেশের সামগ্রিক সংস্কার ও কল্যাণকে ক্ষতিগ্রস্ত করবে এবং স্বৈরতন্ত্রের বিষাক্ত বীজ অঙ্কুরিত করবে। তাই বিএনপির নেতৃত্বকে অনুরোধ করব, দ্রুততার সঙ্গে তৃণমূলকে নিয়ন্ত্রণ করুন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার দাবি করছে এবং সব রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবিচল সংগ্রামের ঘোষণা করছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব