সোফার বৈঠকে রাজনৈতিক সংঘাত এড়ানো গেছে : ফাহাম


ডেস্ক রিপোর্ট
সোফার বৈঠকে রাজনৈতিক সংঘাত এড়ানো গেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। শুক্রবার বিকালে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
ফাহাম আব্দুস সালাম বলেন, বাংলাদেশে এই প্রথম একটা সিরিয়াস পলিটিকাল গ্যাঞ্জাম এড়ানো গেছে সোফায় বসে। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা অগ্রগতি। একটা সভ্য রাষ্ট্রের সমস্যা হবে, আর সেই সমস্যা দায়িত্ববানরা শান্তিপূর্ণভাবে বসে সমাধান করবেন এটাই আমরা চাই।
তিনি বলেন, ড. ইউনূস ও তারেক রহমান সভায় বসেছেন। এজন্য উভয়ই ধন্যবাদ পাবেন। আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে ধন্যবাদ জানাই তারেক রহমানকে। কারণ গ্যাঞ্জাম করার ক্ষমতা তাঁর বেশি। সেদিক থেকে তিনি যে ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছেন সেটা পলিটিক্যাল ম্যাচুরিটির একটা লক্ষণ।
ফাহাম বলেন, আমি মনে করি, এই সভার মাধ্যমে ‘আইস ব্রেকিং’ এর চেয়েও বেশি অর্জন এসেছে আমাদের দেশের জন্য। আমরা বহুদিন ধরে চাইছিলাম যে, তারা একসঙ্গে বসুক। আমরা জানি, তারা যদি বসে কোনো সমস্যার সমাধান করতে চান, তাহলে তা সমাধান করা সম্ভব। আমাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। এ ক্ষেত্রে উভয় পক্ষই ছাড় দিয়েছে।
তিনি বলেন, আমরা জানি না তাদের সভায় কি হয়েছে। সেটা জানার কথাও নয়। সে ব্যবস্থাই করা হয়েছে। কিন্তু তাদের শরীরি ভাষা, আচরণ ও যৌথ বিবৃতি দেখে মনে হয়েছে তারা ইতিবাচকভাবে আলোচনায় গেছেন।
তিনি আরও বলেন, আজকের বৈঠকের মাধ্যমে পুরনো দিনের মতো রাস্তায় নেমে গাড়ি ভাঙার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসলাম। আমাদের রাজনীতিতে আরো উন্নতি দরকার। রাজনীতিতে অনেক ধরনের সমস্যা রয়েছে। দলগুলোর উচ্চ স্তর যদি ঠিক থাকে তাহলে ভায়োলেন্স এড়ানো যায়।
তিনি বলেন, আমি জেনেছে, বিএনপির টপ লিডারশিপ কোনো গ্যাঞ্জামে যেতে চায় না। তারা একটি সুষ্ঠু নির্বাচনে যেতে চায়। তাদের দাবি ছিল নির্বাচনের প্রতিশ্রুতি ও রোডম্যাপ। এর অনেক বাস্তব কারণ আছে। তাদের চাওয়া একেবারেই যৌক্তিক। তাদের আহ্বানে সাড়া দিয়ে ড. ইউনূস প্রথমে এপ্রিল মাসের কথা বলেছেন। তবে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযোগি। তবে, সবশেষ বৈঠকের মাধ্যমে এই দ্বন্দ্ব এড়ানো গেছে।ভিওডি বাংলা/ এমএইচ
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করারা চেষ্টা করছে। …

রাষ্ট্র সংস্কারে সুজনের ২১ দফা প্রস্তাব
রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য ২১ দফা প্রস্তাব করেছে সুশাসনের জন্য …

জুলাই আন্দোলনে খুনিদের জায়গা এদেশে হবে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার থাকতে …
