• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জ্বালানির দাম বাড়ানোর চিন্তা নেই: অর্থ উপদেষ্টা

   ১৭ জুন ২০২৫, ০৩:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ইরান-ইসরাইল যুদ্ধের ফলে বাণিজ্য সংকটের বিষয় পর্যবেক্ষণ করছে সরকার। তবে আপাতত দেশে জ্বালানির দাম বাড়ানোর চিন্তা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে দেশের জ্বালানি তেলের দামে কোনো প্রভাব পড়বে কি না – এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ইরান-ইসরাইল যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা দেখেছি ইতোমধ্যে কিছুটা বেড়েছে। তবে যেগুলোতে আমরা অর্ডার করেছি, সেগুলোতে প্রভাব ফেলেনি।

আপাতত বাণিজ্য ক্ষেত্রে কোনো সমস্যা কি নেই– এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, না, আপাতত বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।

যুদ্ধের প্রভাব নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছে না উপদেষ্টা পরিষদ। ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকার যুদ্ধের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়। এছাড়াও হরমুজ প্রণালী বিশ্ববাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ রুট, তবে সরকার আশা করে এ যুদ্ধ দীর্ঘায়িত হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একীভূত হতে ৩ ব্যাংকের সম্মতি, সময় চায় ২ ব্যাংক
একীভূত হতে ৩ ব্যাংকের সম্মতি, সময় চায় ২ ব্যাংক
বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি
বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি
ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া
ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া