• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ড্যাব নেতা ডা. দেলোয়ার হোসেন টিটোর উদ্যোগে ঈদ পুনর্মিলনী

   ২১ জুন ২০২৫, ০৭:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোণা জেলা প্রতিনিধি

রাষ্ট্র কাঠামো ৩১ দফা প্রচার উপলক্ষে নেত্রকোণা জেলা ও বারহাট্টা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বিএমইউ শাখার সহ সভাপতি ও নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডা মো: দেলোয়ার হোসেন টিটোর উদ্যোগে বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের দশদারস্থ নিজ বাড়ীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বিএমইউ শাখার সহ সভাপতি ও নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডাঃ মোঃ দেলোয়ার হোসেন টিটোর সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোলায়মান হাসান রুবেলের সঞ্চালনা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ রানা চৌধুরী, জিয়া পরিষদের সাবেক সভাপতি সানাউল হক মাসুম, নেত্রকোণা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ সাইফুল হাসান নোমান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এজমল হোসেন পাইলট,নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা তাঁতি দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, সাধারণ সম্পাদক ফারুক মীর, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীসহ বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ডা. দেলোয়ার হোসেন টিটোর পক্ষ থেকে বারহাট্রা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সর্বস্তরের হাজারও নেতাকর্মীদের উপস্থিতিত্বে মিলন মেলায় পরিণত হয়।

ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে ছাত্রদলের উপর শিবিরের হামলা
বাঁশখালীতে ছাত্রদলের উপর শিবিরের হামলা
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে শ্লীলতাহানির অভিযোগ
ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে শ্লীলতাহানির অভিযোগ