• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওয়ানডে দলে ডাক না পেয়ে মুখ খুললেন সোহান

   ২৪ জুন ২০২৫, ১২:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে জায়গা হয়নি ফর্মে থাকা নুরুল হাসান সোহানের। সোমবার (২৩ জুন) দল ঘোষণার দিনেই প্রস্তুতি ম্যাচে ৭০ বলে সাতটি করে চার-ছক্কায় ৯৭ রানের আলো ঝলমলে এক ইনিংস খেলেছেন। এমন ইনিংস খেলার পর অকপটে জানালেন সোহান, ভালো খেলেও জাতীয় দলে সুযোগ না পাওয়াটা আক্ষেপের।

গণমাধ্যমের সাথে আলাপকালে সোহান বলেন, ‘এই ইনিংস নিয়ে আক্ষেপের কিছু নেই। গত কয়েক বছর ধরেই পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভালো সময় যাচ্ছে। ঘরোয়া আসরগুলোও ভালো যাচ্ছে। আমিও নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করছি। সর্বশেষ যখন ওডিআই খেলেছি ভালো শেষ করেছিলাম। নিয়মিত হতে পারলে হয়ত ক্যারিয়ার ওরকম একটা জায়গায় থাকত।’

ওয়ানডে দলে ডাক না পেয়ে অবশ্য নির্বাচকদের দোষ দেননি সোহান। দায় দিচ্ছেন নিজেকেই, ‘সুযোগ আঁকড়ে ধরতে পারিনি যেকোনো কারণে হয়ত। অবশ্যই একটা আক্ষেপ সবসময় থাকবে। জাতীয় দলে খেলাই মূল লক্ষ্য। যখন জাতীয় দলে খেলার স্বপ্ন থাকবে না তখন হয়ত ক্রিকেটই খেলব না। গত কয়দিন ধরে ওয়ানডে দলের সাথে প্র্যাকটিস করছিলেন। পূর্ণ মনোযোগ জাতীয় দলেই ছিল।’

জাতীয় দলে সুযোগ না পেয়ে সোহানের চোখ এখন রংপুর রাইডার্সের হয়ে জিএসএল টুর্নামেন্টে, ‘জাতীয় দল সবসময় ফার্স্ট প্রায়োরিটি। জিএসএলে রংপুরেরও ম্যাচ আছে। এখানে যেহেতু দল পাইনি, ওখানে খেলতে পারি। তবে জাতীয় দলই সবার আগে। ঐ স্বপ্ন বা আশা যখন থাকবে না তখন আর ক্রিকেট খেলব না। জিএসএল নিয়ে এখনও সেভাবে ভাবিনি। এখন হয়তো চিন্তা করার সময় পাব।’

ভিওডি বাংলা/ডিআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ
নেপালের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ
৩ মেয়াদের বেশি বাফুফেতে নয়
৩ মেয়াদের বেশি বাফুফেতে নয়
নির্বাচনে বড় পরিবর্তন, সভাপতি পদে আলোচনায় কারা?
নির্বাচনে বড় পরিবর্তন, সভাপতি পদে আলোচনায় কারা?