• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোজার সঙ্গে সুইমিংপুলে তাহসান

   ২৪ জুন ২০২৫, ০৫:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
চলতি বছরের শুরুতে সংগীতশিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ দাম্পত্য জীবন শুরু করেন। এর পর থেকে অপরিচিত রোজা আহমেদ চলে আসেন আলোচনায়। তিনি এখন নিয়মিত চর্চার বিষয়। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেড়েছে তাঁর অনুসারীর সংখ্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে যা পোস্ট করেন, তা মুহূর্তেই ছড়িয়ে যায়। এবার তাহসানের সঙ্গে সুইমিংপুলের স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা। তা নিয়ে মেতে উঠেছেন ভক্তরা। কেউ বলেছেন, তাহসান ভাই একজন পরী পেয়েছেন। আবার কেউ বলছেন, তাহসান ভাইয়ের জীবনটা পূর্ণতা পেয়েছে।

ইনস্টাগ্রামে পোস্ট করা স্থিরচিত্রে বোঝা গেছে, তাহসান ও রোজা ঘোরাঘুরি করছেন। কিছু মুহূর্তের স্থিরচিত্র শেয়ার করেছেন রোজা আহমেদ। তাতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি—আর এমন সময় সুইমিংপুলে তাঁদের আদুরে এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে। সুইমিংপুলের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন রোজা। রিসোর্টের একটি কক্ষ দারুণ আবহে সজ্জিত। এ ছাড়া বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা।

তাহসানের সঙ্গে রোজা আহমেদ স্থিরচিত্রগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা—যেটা একেবারে আমাদের নিজের।’

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’