• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি

   ২৮ জুন ২০২৫, ০৫:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পরিবর্তিত সময় ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী বৈতরণি পার হতে চায় বিএনপি। যদিও লন্ডন বৈঠকের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে আপাতত কোনো সংশয় দেখছে না দলটি। অবশ্য বিগত দিনে যুগপৎ আন্দোলন করেছে এমন দলগুলোকে নিয়ে জোট হবে, নাকি তাদের জন্য আসন ছাড় দেওয়া হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তারপরও রাজনীতির মাঠে সব ইস্যুতে সাবধানে পা ফেলছে বিএনপি। 

খোঁজ নিয়ে জানা যায়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ যাতে কোনোভাবে হাতছাড়া না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা ও যত্ন নিয়ে নির্বাচনী পরিকল্পনা সাজাচ্ছেন দলের নীতিনির্ধারকেরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী বাছাই থেকে শুরু করে ইশতেহার রচনা, প্রচারসহ সব ক্ষেত্রেই সুচিন্তিতভাবে পদক্ষেপ নিতে চান তাঁরা। এর অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচন করবে, তা নিয়েও চলছে আলোচনা। এ ক্ষেত্রে বিএনপির মিডিয়া সেল প্রচারের নানা বিষয় নিয়ে কাজ করছে। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচারের কৌশলে বিশ্বের উন্নত দেশগুলোর নির্বাচনী প্রচার অনুসরণ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি যেটা চলছে, এটা চলবে। প্রস্তুতি সব সময়ই চলমান।

বিএনপির নেতারা বলছেন, বিএনপির সঙ্গে যে দলগুলো একাত্ম হয়ে বিগত দিনে আন্দোলন করেছে, নির্বাচন বর্জন করেছে, তাদের অবদানের প্রতিদান দিতে চায় বিএনপি। অন্যান্য বিষয়ের পাশাপাশি নির্বাচনী ইশতেহার রচনার ক্ষেত্রেও বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিকদের মতামত ও পরামর্শ নিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। এই ৩১ দফার আলোকেই নির্বাচনী ইশতেহারও করা হবে।

এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে হাইকমান্ডের নির্দেশে প্রার্থী বাছাইয়ের পাশাপাশি দল গোছানো, শৃঙ্খলা আনয়নসহ বিএনপিতে বিভিন্ন প্রস্তুতি চলমান রয়েছে বলে জানা গেছে। সূত্র বলছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার খুবই কঠোর অবস্থানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের দুঃসময়ে পাশে ছিলেন না, আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন কিংবা গা বাঁচিয়ে বা ক্ষমতাসীনদের সঙ্গে আপস করে চলেছেন, এমন নেতাদের প্রার্থী করা হবে না এবার। একই সঙ্গে ৫ আগস্ট-পরবর্তী সময়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়ে যাঁরা অপকর্মে জড়িয়েছেন, যাঁদের কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁরাও প্রার্থী হতে পারবেন না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামপন্থীদের ঐক্যের বিষয়ে গণপ্রত্যাশা তৈরি হয়েছে: চরমোনাই পীর
ইসলামপন্থীদের ঐক্যের বিষয়ে গণপ্রত্যাশা তৈরি হয়েছে: চরমোনাই পীর
আমরা ঐক্যবদ্ধ থাকলে স্বৈরাচার ফিরতে পারবে না : সারজিস
আমরা ঐক্যবদ্ধ থাকলে স্বৈরাচার ফিরতে পারবে না : সারজিস
ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা
ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা