মুক্তি পাচ্ছে সাগর-রুনির গল্প অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’


বিনোদন প্রতিবেদক
সাংবাদিক দম্পতির রহস্যজনক হত্যাকাণ্ডের গল্প অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। দেড় বছর ধরে আটকে থাকার পর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি। খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে আলোচিত এই সিনেমা।
নির্মাতা রায়হান রাফীর এই থ্রিলারধর্মী ওয়েব ফিল্মটি মুক্তির কথা ছিল গত বছরের ২৯ ফেব্রুয়ারি। কিন্তু তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে তা আটকে যায়। সেন্সর বোর্ড জানিয়ে দেয়, সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয়। এরপর নতুনভাবে গঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আপিল করা হলে সম্প্রতি সিনেমাটির ছাড়পত্র দেওয়া হয়।
আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্সর বোর্ডের আপত্তির কারণে আমরা মুক্তি দিতে পারিনি। নতুন বোর্ডের অনুমতি পাওয়ার পর এখন মুক্তির প্রস্তুতি চলছে। শিগগিরই মুক্তির তারিখ জানানো হবে।
শুটিংয়ের শুরু থেকেই জানা গিয়েছিল, সিনেমাটির গল্প একটি সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডকে ঘিরে। দর্শকেরা প্রথম থেকেই ধারণা করেছিলেন, এটি বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত। টিজার প্রকাশের পর সেই ধারণা আরও পোক্ত হয়। সেন্সর বোর্ডের চোখেও পড়ে বিষয়টি। জানিয়ে দেওয়া হয়, যদিও এটি ওটিটি কনটেন্ট, তবু প্রদর্শনের জন্য ছাড়পত্র নিতে হবে। দুই দফা দেখার পর গত বছরের এপ্রিল মাসে বোর্ড জানায়, সিনেমাটি মুক্তির উপযোগী নয়।
সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। তারা প্রশ্ন তোলেন—ওটিটি কনটেন্টের ক্ষেত্রেও কি তাহলে সেন্সর বোর্ডের অনুমতি বাধ্যতামূলক?
পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর সেন্সর বোর্ড বিলুপ্ত করে গঠন করা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। আটকে থাকা বহু সিনেমার মতো ‘অমীমাংসিত’-ও নতুন আশার আলো দেখে। প্রযোজনা প্রতিষ্ঠান বোর্ডে আপিল করে এবং অবশেষে মুক্তির অনুমতি পায়।
সাংবাদিক দম্পতির রহস্যজনক মৃত্যুর গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।
ভিওডি বাংলা/ডিআর
রিল ভিডিওতেই এখন বেশি ব্যস্ত বিদ্যা বালান
বিনোদন প্রতিবেদক
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এখন বড় পর্দায় আগের মতো …

বিকিনিতে মিমি, নেটদুনিয়ায় চর্চার ঝড়!
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আবারও আলোচনায়। আসন্ন …
