লুকানো বাচ্চা পেলে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা তিশার


বিনোদন ডেস্ক
একটি শিশুর সঙ্গে কাটানো ছবি ও ভিডিওর কারণে নতুন গুজবে জড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুকে তিশার পোস্ট করা এসব মুহূর্ত ঘিরে সম্প্রতি কয়েকটি পেজ ও অ্যাকাউন্টে দাবি ওঠে— শিশুটি নাকি তিশারই সন্তান। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিনেতা জায়েদ খানের সঞ্চালনায় একটি টকশোতে হাজির হয়েছিলেন তানজিন তিশা। সেখানে উপস্থাপক তার কাছে জানতে চান, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখছেন?’ তিশা উত্তর দেন, ‘আমি তখন একজন মা হবো। এর মধ্যেই বিয়ে করবো, মা হবো।’
তিশা বলেন, ‘আমি যেটা বলেছি, হয়তো সবাই এভাবে বলে না। কিন্তু আমি বিশ্বাস করি— ব্যক্তিগত জীবনের বিষয়গুলো লুকানোর কিছু নেই। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ।’
এরপর উপস্থাপক তিশাকে অনুরোধ করেন, নিজের সম্পর্কে ছড়ানো সবচেয়ে অদ্ভুত গুজবটি শেয়ার করতে।
উত্তরে তিশা হেসে বলেন, ‘অনেক কিছু শুনেছি। এর মধ্যে সবচেয়ে আজব— আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, আর এখন তিন নম্বর বিয়ের তোড়জোড় চলছে! আর আমার একটা বেবি আছে, যাকে নাকি লুকিয়ে রেখেছি তার দাদির কাছে।’
তানজিন তিশা আরও বলেন, ‘আসলে এই বাচ্চাটা আমার বোনের। ও আমার ভাগ্নে। কিন্তু এ নিয়ে এতসব মিথ্যে গুজব শুনে আমরা পরিবারসহ খুব হাসাহাসি করেছি।’
তবে এবার গুজবকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন এই তারকা। শনিবার (৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিশা লিখেছেন—
‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যারা আমার ভাগ্নে-ভাগ্নির ছবিকে ‘লুকানো সন্তান’ বানিয়ে ভুঁইফোড় নিউজ বানাচ্ছে ২০ ডলার কামানোর আশায়— তাদের বলছি, আমার যত লুকানো বাচ্চা আছে, সব যদি তোমরা আমার কাছে পৌঁছে দিতে পারো, তাহলে ২০ হাজার ডলার ‘ভিক্ষা’ পাবে। আর তা যদি না পারো, তাহলে নিজ গালে নিজে জুতা মার— তালে তালে।’
তিশার এই স্ট্যাটাস মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়। তার ভক্তরাও মজার ছলে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘তিশার বিয়ে হয়নি, তাহলে বাচ্চা আসবে কীভাবে?’— কেউ আবার সন্দেহের সুরও তুলেছেন।
তবে বেশিরভাগ নেটিজেনই তিশার পাশে দাঁড়িয়েছেন এবং গুজবকারীদের ধিক্কার জানিয়েছেন।
ভিওডি বাংলা/ডিআর
উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান
বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড …

টিকটক তারকা সুম্বল মালিকের আপত্তিকর ভিডিও ফাঁস
টিকটক তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা প্রায়ই উঠে এসেছে গণমাধ্যমে। …

মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত : মিথিলা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় …
