• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অর্থ নয়, সুচিকিৎসা চায় ফরিদা পারভীনের পরিবার

   ৭ জুলাই ২০২৫, ০৪:৫৪ পি.এম.
সংগীতশিল্পী ফরিদা পারভীন। ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি সাধারণ কেবিনে রয়েছেন। চিকিৎসার জন্য সরকারের আর্থিক সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়ে পরিবারের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠনের আহ্বান জানানো হয়েছে।

স্বামী গাজী আব্দুল হাকিম জানিয়েছেন, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। পরিবার থেকে সব চেষ্টা করলেও উন্নত চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন। বিদেশে পাঠানো বা দেশে বিশেষজ্ঞ বোর্ড গঠন করে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি তুলেছেন তারা।

১৯৮৭ সালের একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী লালনসংগীতের ধারক-বাহক হিসেবে বিশেষ ভূমিকা রেখেছেন। তার গড়া ‘অচিন পাখি সংগীত একাডেমি’ও অর্থসংকটে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’