• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনায় নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

   ৮ জুলাই ২০২৫, ০৭:৪০ পি.এম.
প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি

লাল রঙের জামা ও কমলা রঙের ট্রাউজার পড়া অবস্থায় নদীতে ভেসে আসে একটি শিশু। তবে ততক্ষণে মারা গেছে শিশুটি। স্থানীয়রা থানায় জানানোর পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এমনই ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া এলাকায়।

মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তবে, এখনও শিশুটির নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে কাটেঙ্গা নদীপাড়া এলাকায় হঠাৎ করেই চার থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা। শিশুটির লাল রঙের জামা ও কমলা রঙের ট্রাউজার পরিহিত অবস্থায় ছিল।

এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক ধারণা, ‘অন্য কোনো এলাকা থেকে শিশুটির মরদেহ ভেসে এসেছে। পানিতে পড়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছে।’

ওসি মনজুরুল আলম আরো জানান, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শিশুটির নাম পরিচয় কিছু পাওয়া যায়নি। তবে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিতার সম্পত্তির লোভে বড় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ
পিতার সম্পত্তির লোভে বড় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ
ময়মনসিংহ মেডিকেল চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের দুর্ব্যবহারের অভিযোগ
ময়মনসিংহ মেডিকেল চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের দুর্ব্যবহারের অভিযোগ
রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধ
রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধ