• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে গাড়ি চুরির হিড়িক

   ৮ জুলাই ২০২৫, ০৭:৪৫ পি.এম.

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালীতে হঠাৎ করে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরির হিড়িক পড়েছে।

গত এক সাপ্তাহে অর্ধ ডজন মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ ও সাধারণ (জিডি) করেছে ভুক্তভোগীরা। এই ঘটনা এখনো কোন গাড়ি উদ্ধার কিংবা জড়িত কাউকেই গ্রেপ্তার করা যায়নি পুলিশ। 

সোমবার(৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া খন্দকারপাড়া এলাকাস্থ শাহ মজিদিয়া রশিদিয়া (রহ.) হিফজ মাদরাসার নিচ থেকে মোহাম্মদ ইবরাহীমের মালিকানাধীন চট্টমেট্ট্রো হ-১৬-৩৩০২ নাম্বারের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরের দলের সদস্য। 

এব্যাপারে বাঁশখালী থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। কেউ গাড়ির সন্ধান পেলে 01863468169 অথবা 01712063963 নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানোর পাশাপাশি গাড়িটির সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য গত এক সপ্তাহে পৌরসভার সিন্নিপুকুরপাড় এলাকা থেকে মোহাম্মদ ফরিদের একটি সিএনজি অটোরিকশা চুরি হলেও কোন হদিস পাওয়া যায়নি। তাছাড়া উপজেলা পরিষদের মাঠ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়। এনিয়ে গত এক সাপ্তাহে অন্তত অর্ধ ডজন মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সিসিটিভি ভিডিওতে চোরের দলের সদস্যরা শনাক্ত হলে শীঘ্রই তাদেরকে আটক করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিতার সম্পত্তির লোভে বড় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ
পিতার সম্পত্তির লোভে বড় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ
ময়মনসিংহ মেডিকেল চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের দুর্ব্যবহারের অভিযোগ
ময়মনসিংহ মেডিকেল চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের দুর্ব্যবহারের অভিযোগ
রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধ
রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধ