দাতা সংস্থাগুলোর পরামর্শ গ্রহণে ক্ষতি নেই: অর্থ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলোর যৌক্তিক পরামর্শ গ্রহণে কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৯ জুলাই) একাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন— ‘আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকসহ দাতা সংস্থাগুলোর ভালো পরামর্শগুলো গ্রহণ করা হয়েছে। এতে কোনো ক্ষতি নেই। তবে দেশের আর্থিক ব্যবস্থাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে অডিট ও হিসাব ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে।’
তিনি বলেন— ‘যারা আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন তৈরি করেন, সবার আগে তাদেরই স্বচ্ছ হতে হবে। বেশিরভাগ সময় প্রতিবেদন মানসম্পন্ন হয় না। আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির পাশাপাশি ব্যক্তিগত সততাও প্রয়োজন।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন— ‘অডিটের মান ভালো হলে আর্থিক খাত ও শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে। ব্যাংকগুলো এনপিএলের সঠিক তথ্য দেয় না। করপোরেট সুশাসনের ঘাটতি আছে। ব্যাংক কোম্পানি আইন রিভিউ করা হবে।’
তিনি আরও বলেন— ‘সুশাসন নিশ্চিত না হলে ব্যাংক খাতের টিকে থাকা কঠিন হবে।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন— ‘বাংলাদেশ ব্যাংক গত ১৫ বছরের আর্থিক খাতের লুটপাটের কোনো বিচার করতে পারেনি। আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
ভিওডি বাংলা/ডিআর
জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কান্ট্রি অফিস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে …

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ আরও এক শিশুর মৃত্যু
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ …

আবরার হত্যার বিচার ত্বরান্বিতে প্রধান উপদেষ্টার আশ্বাস
চব্বিশে জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আগে ১৫ বছরে আওয়ামী …
