কোনড়া-ভেংগুলিয়া সড়কের বেহাল দশা


টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের মধ্যপাড়া থেকে ভেংগুলিয়া পর্যন্ত রাস্তাটির অবস্থা চরম বেহাল। বর্ষা মৌসুমে কাদায় থৈ থৈ করে, আবার শুকনো মৌসুমে ধুলোর ঝড়ে পথচলাও দুঃসহ হয়ে উঠে। দীর্ঘদিন ধরে রাস্তা দিয়ে মাটি বাহি ট্রাক চলায় এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এই রাস্তাটি দিয়ে কোনড়া গ্ৰামের ও ভেংগুলিয়া গ্ৰামের প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। বিশেষ করে যানবাহন সহ মুসল্লি ও শিক্ষার্থীরা এই রাস্তা প্রতিদিনই ব্যবহার করে থাকেন। সকলের নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাবেচা করার জন্য পাশ্ববর্তী গ্ৰামের বাজারে যাতায়াত করে কোনড়া- ভেংগুলিয়ার সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এই রাস্তায় চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। কাদার কারণে মুসল্লিদের মসজিদে যেতে ভোগান্তি পোহাতে হয়। শিশুরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। রোগী পরিবহন তো দূরের কথা, সাধারণ যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়েছে।
এই দুরবস্থার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে অবাধে মাটিবাহী ট্রাক চলাচল, মাটি খোঁড়ার ভেকু এবং ইটবাহী ট্রাকের অত্যধিক ব্যবহার। দীর্ঘ ছয় মাস ধরে মাটি কেনাবেচার ধুম পড়ে থাকায় ভারী যানবাহনগুলো প্রতিনিয়ত এই রাস্তায় চলাচল করছে। ফলে অল্প কিছুদিনের মধ্যেই পাকা রাস্তা যেন কাঁচা রাস্তায় পরিণত হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেন, রাস্তার এই করুণ দশা বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, আমরা চাই, দ্রুত এই রাস্তাটির সংস্কার হোক। মাটি ও ইটবাহী ভারী ট্রাক চলাচল বন্ধ করে মানুষের চলাচলের উপযোগী রাস্তা ফিরিয়ে আনা হোক। না হলে আমাদের জীবনে দুর্ভোগ আরও বাড়বে।
এদিকে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাস্তাটির দ্রুত সংস্কার না হলে বড় ধরনের জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এদিকে ভূমি কর্মকর্তা নাজির হোসেন জানান - মাটিবাহি ট্রাক জব্দ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যাতে করে অবাধে মাটিবাহি ট্রাক না চলাচল করতে পারে।
ভিওডি বাংলা/ এমএইচ
প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা
পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক …

পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার নিশাত এঞ্জেলা
গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত এক …

এটিআইকে কৃষি বিদ্যালয়ে রূপান্তরের সময়ের দাবি
দীর্ঘদিনের প্রাণের দাবি গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-কে কৃষি বিশ্ববিদ্যালয়ে …
