শিক্ষার্থীদের জিয়ার রাজনীতি করতে বলতাম: অধ্যক্ষ


শিক্ষার্থীদের উদ্দেশে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বলেছেন, আমার শিক্ষকতা জীবনে আমি সব সময় শিক্ষার্থীদের শহীদ জিয়ার রাজনীতি করতে বলতাম।
বুধবার (০৯ জুলাই) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক, মাহমুদুল ইসলাম শাওনের নেতৃত্বে ছাত্রদলের শিক্ষার্থীরা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এ কথা বলেন।
শুভেচ্ছা প্রদান শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার শিক্ষার্থীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি কলেজ ক্যাম্পাস চত্বর প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক, মাহমুদুল ইসলাম শাওন, ঈশ্বরদী পৌর ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক নাজমুল হাসান রিসাদ, লালন হোসাইন, মো. পারভেজ, সিজান মোল্লা, ওমর শেখ শান্ত, সানজিদুর রহমান, আকাশ খাঁ, মাহিদ হোসেন, ওয়ালিদ হোসেন, শাকিব হোসেন, মাসুম হোসেন প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ
প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা
পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক …

পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার নিশাত এঞ্জেলা
গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত এক …

এটিআইকে কৃষি বিদ্যালয়ে রূপান্তরের সময়ের দাবি
দীর্ঘদিনের প্রাণের দাবি গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-কে কৃষি বিশ্ববিদ্যালয়ে …
