• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

এই সরকারের উপর আমরা আস্থা রাখতে পারছিনা: সৈয়দ ফয়জুল করীম

কুষ্টিয়া প্রতিনিধি    ৯ জুলাই ২০২৫, ০৮:৫২ পি.এম.
সৈয়দ ফয়জুল করীম

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে  সুষ্ঠু  ও নিরপেক্ষ  নির্বাচনের দাবী এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী ও  খোকসা উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনলে বিকাল ৪টায় এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার সভাপতি, আলহাজ্ব আনোয়ার খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ'র সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কে. এম শরিয়াতুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা মো, আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জেনারেল জি এম তাওহিদ আনোয়ার। এই গণ সমাবেশে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ'র সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এই সরকারের উপর আমরা আস্থা রাখতে পারছিনা। প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানো দরকার । একটি দল চাঁদাবাজি, টেন্ডারবাজির সঙ্গে জড়িত। বাংলাদেশর মানুষ ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারছে না। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। (বিএনপির কি গুন নয় মাসে দেড় শ' খুন চাঁদা তুলে গুন্ডারা চলে যায় লন্ডনে। আজ দেশে মব সংস্কৃতি চালু হয়েছে এটা বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত রাজনৈতিক দলের নেতারা পরিবর্তন হবে না ততদিন পর্যন্ত এই দেশে থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষন বন্ধ হবে না। ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ । হাতপাখা সর্বজনীন প্রতীক, শান্তির প্রতীক ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে বলেছে বিএনপি
নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে বলেছে বিএনপি