• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

   ১৪ জুলাই ২০২৫, ০৫:১৯ পি.এম.
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

ডলারের বাজারে স্থিতিশীলতা আনতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৩ জুলাই) এই লেনদেন সম্পন্ন হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলার ১২১ টাকা ৫০ পয়সা দরে কিনেছে। প্রবাসী আয় ও রপ্তানি আয় বাড়ার কারণে সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার সরবরাহ বেড়েছে। পাশাপাশি আমদানি ব্যয় কিছুটা কমে আসায় ডলারের চাহিদাও কমেছে। এতে বাজারে ডলারের দামও কমতির দিকে।

সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, -টাকার বিপরীতে ডলারের দাম যেন অস্বাভাবিকভাবে না ওঠানামা করে, তা নিশ্চিত করতেই বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে। বাজারে অতিরিক্ত ডলার থাকলে তা কিনে নেওয়া হয়, আবার ঘাটতি হলে বিক্রি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের ২ জুলাই প্রতি ডলারের দাম উঠেছিল ১২২ টাকা ৮৫ পয়সায়, যা ছিল সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ। এরপর থেকেই ডলারের দর ধারাবাহিকভাবে কমছে। আজ সোমবারও কমেছে ডলারের দাম, যা নিয়ে টানা চার কার্যদিবসে ডলারের দরপতন হলো।

আজকের মুদ্রাবাজারে ডলারের সর্বোচ্চ দর ছিল ১২০ টাকা ১০ পয়সা এবং সর্বনিম্ন দর ছিল ১১৯ টাকা ৫০ পয়সা। ডলারের গড় মূল্য দাঁড়িয়েছে ১১৯ টাকা ৭২ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, ভবিষ্যতেও বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে একইভাবে বাজারে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব
রিটার্ন জমা না দেওয়া টিআইএনধারী বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
রিটার্ন জমা না দেওয়া টিআইএনধারী বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে সন্তোষজনক অবস্থানে আসেনি বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে সন্তোষজনক অবস্থানে আসেনি বাংলাদেশ