• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলা একাডেমি সংস্কার কমিটি থেকে পদত্যাগ করলেন ব্রাত্য রাইসু

   ১৫ জুলাই ২০২৫, ০৪:৩৪ পি.এম.
কবি ব্রাত্য রাইসু। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চূড়ান্ত সম্মতি না নিয়েই নাম অন্তর্ভুক্ত করায় বাংলা একাডেমি সংস্কার কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কবি ব্রাত্য রাইসু।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এক ফেইসবুক পোস্টে তিনি জানান, ‘দায়সারা’ সদস্য বাছাইয়ের প্রক্রিয়ায় অংশ নিয়ে তিনি নিজের সম্মানহানি হতে পারে বলে মনে করছেন।

ফেইসবুক পোস্টে ব্রাত্য রাইসু লেখেন, – ‘আমি মনে করছি, যেই কমিটির সদস্য সংগ্রহের ব্যাপারে দায়সারা ভাব আছে, সেই কমিটিতে গেলে আমার সম্মানহানি ঘটতে পারে এবং আমার কথার মূল্যায়ন ও বিবেচনা আদৌ নাও ঘটতে পারে। তাই আমি সইরা আসছি।’

তিনি আরও লেখেন, – ‘তবে আমি এই কমিটির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আশা করি, কমিটির মাধ্যমে সত্যিই বাংলা একাডেমির একটি তাৎপর্যপূর্ণ রূপান্তর সম্ভব হবে।’

রাইসুর অভিযোগ, তার সম্মতি ছাড়াই কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি জানান, – ‘আমি প্রাথমিকভাবে সংশ্লিষ্ট থাকার প্রস্তাবে সাড়া দিয়েছিলাম এবং অনুরোধ করেছিলাম চূড়ান্ত কমিটি গঠনের আগে আমার সম্মতি নিতে। কিন্তু এরপর আমার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নাম প্রত্যাহার করার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা অবহিত করেছি।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মো. খালিদ হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বাংলা একাডেমির গুণগত পরিবর্তন ও সময়োপযোগী সংস্কারের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৭ জুলাই একটি ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। এতে সভাপতি করা হয় লেখক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে এবং সদস্যসচিব বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

কমিটিকে তিন মাসের মধ্যে একাডেমির আইন, কাঠামো, কার্যক্রম পর্যালোচনা করে সুপারিশ দিতে বলা হয়েছে। প্রয়োজনে কমিটি আরও সদস্য কো-অপ্ট করতে পারবে।

কমিটির সদস্যদের মধ্যে আছেন আবদুল হাই শিকদার, সলিমুল্লাহ খান, সুমন রহমান, ফারুক ওয়াসিফ, মোহাম্মদ রোমেল, মাহবুব মোর্শেদ, লতিফুল ইসলাম শিবলী, আফসানা বেগম, আ আ মামুন, সাখাওয়াত টিপু, রিফাত হাসান, এহসান মাহমুদ, কাজী জেসিন, আহমাদ মোস্তফা কামাল, জাভেদ হুসেন ও সহুল আহমদ মুন্না।

১৯৫৫ সালে প্রতিষ্ঠিত বাংলা একাডেমি বর্তমানে বাংলা একাডেমি আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরেই একাডেমির কর্মকাণ্ড নিয়ে সংস্কার ও গুণগত পরিবর্তনের দাবি উঠছিল। মে মাসে এ নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও তা দুই দফা স্থগিত করা হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত সাগরের ঢেউ-  রইস মনরম
মৃত সাগরের ঢেউ- রইস মনরম
আপনজন
আপনজন
নতুনতারা'র '২০০ শ তম' সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
নতুনতারা'র '২০০ শ তম' সাহিত্য আড্ডা অনুষ্ঠিত