• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মহাবিশ্ব সাক্ষী রইল: নুসরাত

   ১৬ জুলাই ২০২৫, ০২:৩৪ পি.এম.
নুসরাত ফারিয়া ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের দক্ষতা দিয়ে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বরাবরই সক্রিয়।

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে ফারিয়া লিখেছেন, “সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। মহাবিশ্ব দেখছে, আমি ছেড়ে দিলাম।”

এই পোস্টে ভক্ত-অনুরাগীরা তার প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়েছেন। কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, “ঠিক বলেছেন নুসরাত ফারিয়া আপু, সময় সব সময় তার যোগ্য জবাব দেয়।”

আরেকজনের মন্তব্য, “দারুণ কথা। একটু ধৈর্য ধরলে সব পাওয়া যায়।”

উল্লেখ্য, ফারিয়া প্রথমে একজন রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার চলচ্চিত্র “আশিকী” দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এই ছবিতে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে আছেন ফরিদা পারভীন
শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে আছেন ফরিদা পারভীন
স্টারডামে ক্লান্ত জয়া, ফিরতে চান শিকড়ে
স্টারডামে ক্লান্ত জয়া, ফিরতে চান শিকড়ে
এক মলাটে গণঅভ্যুত্থানের সব গান
এক মলাটে গণঅভ্যুত্থানের সব গান