এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তুরস্ক


আন্তর্জাতিক ডেস্ক
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তুরস্কের ইস্তাম্বুল শহরের মেয়র ও প্রেসিডেন্ট এরদোয়ানের প্রবল বিরোধী নেতা একরেম ইমামোলু। গ্রেপ্তারের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। হাজার হাজার মানুষ রাজপথে নেমে এরদোয়ান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোলুকে দুর্নীতির অভিযোগে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়। আদালতের নির্দেশে তাকে মারমারা কারাগারে পাঠানো হয়েছে।
ইমামোলুর গ্রেপ্তারের পরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। টানা পাঁচ দিন ধরে রাজধানীসহ বিভিন্ন শহরে রাজপথে অবস্থান করছেন হাজারো মানুষ। গত রোববার ইস্তাম্বুলের এক বিক্ষোভে যোগ দেন মেয়রের স্ত্রী দিলেক কায়া ইমামোলু। তিনি জনতার উদ্দেশ্যে বলেন –এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে। এবার তিনি হারবেন।
দিলেকের দাবি, –একরেমকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এটা জনগণের সঙ্গে অবিচার। এর দায় এরদোয়ানকে নিতে হবে।
বিশ্লেষকদের মতে, একরেম ইমামোলু ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ। ২০১৯ সালে তিনি প্রথমবার ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন এবং গত বছর পুনর্নির্বাচিত হন। তার জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাওয়ায় শাসক গোষ্ঠী তাকে রাজনৈতিকভাবে দমন করতে চায় বলেই বিরোধীদের অভিযোগ।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় উদ্বেগ জানিয়ে এক বিবৃতিতে বলেছে –ইমামোলু ও তার সহযোগীদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। বিবৃতিতে আরও বলা হয় –এরদোয়ান বিরোধী স্বরকে সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা মানছেন না। গণতন্ত্রের মূল স্তম্ভই হচ্ছে বিরোধী রাজনীতি, যা উপেক্ষা করা হচ্ছে।
এদিকে ইমামোলুর সমর্থকেরা এক প্রতীকী ভোটের আয়োজন করেন দেশজুড়ে। ব্যালট বাক্স বসানো হয় বিভিন্ন শহরে। বিরোধীদল সিএইচপির (CHP) পক্ষ থেকে জানানো হয়, প্রায় দেড় কোটি মানুষ এতে অংশ নেন এবং এর মধ্যে এক কোটি ৩০ লাখ ভোট পড়ে ইমামোলুর সমর্থনে।
কোনো কোনো এলাকায় এত ভিড় হয় যে, ভোটের সময়সীমা বাড়িয়ে সাড়ে তিন ঘণ্টা করতে হয়। এ বিষয়ে ইমামোলু জেল থেকেই তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন –দেশের মানুষ এরদোয়ানকে একটি বার্তা দিয়েছে: অনেক হয়েছে, আর না।
ভিওডি বাংলা/ডিআর
গোপালগঞ্জে সহিংসতার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেল ভারত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গতকাল …

সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না: আল শারা
আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার সোয়েইদা প্রদেশে দ্রুজ জনগোষ্ঠীর ওপর সিরীয় বাহিনী হামলা …

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুনে নিহত ৫০
আন্তর্জাতিক ডেস্ক
ইরাকে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে …
