বিএনপির বিরুদ্ধে যারা কথা বলে তারাই জনবিচ্ছিন্ন হবে: টুকু


নিজস্ব প্রতিবেদক
বিএনপির বিরুদ্ধে যারা কথা বলেন, তাদেরই জনবিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১৯ জুলাই) টাঙ্গাইল জেলা জাসাস কর্তৃক আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
টুকু বলেন, –রাজনীতিতে শিষ্টাচার কেবল বিএনপির মধ্যেই রয়েছে। বিএনপি সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে কথা বলে। কিন্তু নতুন কিছু দল ও কিছু ইসলামী দলের আচরণে রাজনৈতিক শালীনতার চরম অভাব দেখা যাচ্ছে। এ কারণে তারা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, –তার নেতৃত্বে গত ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন পরিচালিত হয়েছে। তার সম্পর্কে মন্তব্য করার আগে তার রাজনৈতিক দূরদর্শিতা ও নেতৃত্বগুণ সম্পর্কে সঠিকভাবে জানতে হবে।
সংস্কার প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, –সংস্কার একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু ১১ মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত আমরা কোনো বাস্তব সংস্কারের নমুনা দেখিনি। বরং নির্বাচনকে বিলম্বিত ও বানচাল করার পাঁয়তারা চলমান রয়েছে। এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, –বিএনপি বিশ্বাস করে জনগণই এ দেশের সকল ক্ষমতার উৎস। সেই বিশ্বাস থেকেই আমাদের সব কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে। কোনো নেতাকর্মীর ভুলের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে কাউকে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, –বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন, স্লোগান দিচ্ছেন, তাদের বলছি—বুঝেশুনে বলুন। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি যে রক্ত দিয়েছে, তা অপূরণীয়। আজ বাংলাদেশের গণতন্ত্র স্বৈরতন্ত্রের হাতে বন্দি। এই পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসতে হবে।
সমাবেশে বিএনপি, জাসাস, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ডিআর
কুড়িগ্রামে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান মামুনুল হকের
কুড়িগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর …

দেশে গণতন্ত্রের সংকট: সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশজুড়ে ‘গণতন্ত্রের …

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ মুক্তিযুদ্ধের অবমাননা: ছাত্র ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে …
