• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে: জামায়াত আমির

   ২০ জুলাই ২০২৫, ১১:৪৯ এ.এম.
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ ২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান।

পোস্টে জামায়াত আমির লিখেছেন—গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে।

পোস্টের শেষে তিনি লেখেন–মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমিন।

উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তাৎক্ষণিকভাবে মঞ্চে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। পরে কিছুটা সুস্থ হয়ে বসে থেকেই বক্তব্য শেষ করেন তিনি। সমাবেশ শেষে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং রাত ৯টা ১৫ মিনিটে তিনি বাসায় ফেরেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ পরিবারের অধিকার রক্ষায় লড়াই করছি : নাহিদ ইসলাম
শহীদ পরিবারের অধিকার রক্ষায় লড়াই করছি : নাহিদ ইসলাম
ঢাবিতে ছাত্রলীগের ১২৮ কর্মীকে বহিষ্কার
ঢাবিতে ছাত্রলীগের ১২৮ কর্মীকে বহিষ্কার
হাসিনা মানবজাতির কলঙ্ক: মির্জা ফখরুল
হাসিনা মানবজাতির কলঙ্ক: মির্জা ফখরুল