• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত : মিথিলা

   ২২ জুলাই ২০২৫, ০৭:১৪ পি.এম.
অভিনেত্রী মিথিলা ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বিহ্বল গোটা দেশ। স্বাধীনতার পরে এমন মর্মান্তিক কোনো বিমান দুর্ঘটনার সাক্ষী হয়নি দেশের মানুষ। এই দুর্ঘটনার পরে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা জানিয়েছেন যে, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত। এই হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারানো ছোট ছোট বাচ্চাগুলোর পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। প্রতিটি শিশু, তাদের বাবা-মা পরিবার ও শিক্ষকদের জন্য আমরা সবাই দোয়া প্রার্থনা করি।’

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জামতারা’ খ্যাত তরুণ অভিনেতা শচীনের মৃত্যু
‘জামতারা’ খ্যাত তরুণ অভিনেতা শচীনের মৃত্যু
সম্মানবোধের কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মিষ্টি জান্নাত
সম্মানবোধের কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মিষ্টি জান্নাত
ভেলপুরি ৩৯৫, রুটি ১০৫ টাকা!
ভেলপুরি ৩৯৫, রুটি ১০৫ টাকা!