ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা: ইসলামী আন্দোলন


গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের ঘটনায় ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, “পতিত ফ্যাসিবাদ হয়তো সুযোগ নিতে চাইছে। অনলাইনেও তার ইঙ্গিত মিলছে।”
মঙ্গলবার (২২ জুলাই) দলের নিয়মিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বলেন, “আমাদের কষ্ট ও বেদনার সমাধান আমরাই করব। কিন্তু কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ নিতে দেওয়া যাবে না।”
দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বলেন, আজকের সংকট বিগত ৫৪ বছরের অরাজকতার ফল। আমরা জুলাইয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছি। এখন দেশ গড়ার সময়। নতুন করে যেন তারা সুযোগ নিতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।
মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় গভীর শোক জানিয়ে ইউনুস আহমাদ বলেন, “জাতি স্তব্ধ হয়ে গেছে। শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। নিহতদের শাহাদাতের মর্যাদা কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
গাজী আতাউর রহমান বলেন, এই দুর্ঘটনায় আমরা হতবিহ্বল। তবে সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও চিকিৎসাসেবায় নিযুক্তদের দ্রুততা ও দক্ষতা প্রশংসার যোগ্য।
ভিওডি বাংলা/ আরিফ
ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল নেতারা
সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন …

হতাহতদের সহায়তায় নিরলস কাজ করছে ছাত্রদল: নাছির
উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের পর থেকেই ছাত্রদল কেন্দ্রীয় …

উত্তরার বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবি পার্টির
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বিধ্বস্তের …
