• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৪:৫৯ পি.এম.
অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি : সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডিসেম্বর) নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই মূল লক্ষ্য। জানুয়ারির পর থেকে দেশে মূল্যস্ফীতির প্রবণতা কিছুটা কমলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি।

গভর্নর বলেন, -আমাদের লক্ষ্য মূল্যস্ফীতি ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা। তবে এটি একদিনে সম্ভব নয়। সময় লাগবে, এবং মধ্যবর্তী সময়ে যেসব অর্থনৈতিক চাপ আসবে, তা মোকাবিলা করেই এগোতে হবে।

এ সময় আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনের দিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি।

নতুন মুদ্রানীতিতে ঋণ ও মুদ্রা সরবরাহে সতর্কতা বজায় রাখার কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিনিয়োগ ও উৎপাদন খাতের কার্যক্রম চলমান রাখতে হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেবে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা
যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেবে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা
এক বছরে খেলাপি ঋণ ৩ লাখ কোটি টাকার বেশি
এক বছরে খেলাপি ঋণ ৩ লাখ কোটি টাকার বেশি
৫৪৭ কর্মকর্তা ছাঁটাইয়ের প্রতিবাদে আরাফাহ ব্যাংকের সামনে বিক্ষোভ
৫৪৭ কর্মকর্তা ছাঁটাইয়ের প্রতিবাদে আরাফাহ ব্যাংকের সামনে বিক্ষোভ