• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আয়োজকদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ সারা খানের

বিনোদন ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ০৩:৪২ পি.এম.
সারা খান। ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী সারা খান আয়োজকদের বিরুদ্ধে মানসিক হেনস্তা ও নিরাপত্তার অভাবের অভিযোগ করেছেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি দিল্লির একটি ইভেন্টে তার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। 

সারা জানান, এটি তার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। সারা খান বলেন, ‘গত ২ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে অংশ নিতে যাই, যে শহরকে আমি সবসময় ভালোবেসেছি। তবে এবারের অভিজ্ঞতা ছিল ভিন্ন।’ 

‘ইভেন্টের আয়োজকরা আমাকে কোনো ন্যূনতম সুবিধা বা নিরাপত্তা দেননি। তারা আমাকে না জানিয়ে হোটেল পরিবর্তন করে এমন একটি অজানা জায়গায় বসিয়ে রেখেছিলেন, যেখানে আমি কোনো সহায়তা পাইনি।’

অভিনেত্রী জানান, যখন তিনি অনুষ্ঠানটি করতে অস্বীকার করেন তখন তার টিমকে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে নিজেকে এবং তার টিমকে রক্ষা করতে তিনি দ্রুত ফ্লাইট বুক করে ফিরে আসেন। এই ঘটনার জন্য যে ভক্তরা তার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন। তাদের কাছে দুঃখ প্রকাশ করে সারা বলেন, ‘আমি সত্যিই দুঃখিত, যারা আমার জন্য অপেক্ষা করছিলেন।’

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’