• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় ২৪ ঘণ্টায়  নিহত ৭২, আহত ৩১৪

আন্তর্জাতিক ডেস্ক    ৯ আগস্ট ২০২৫, ১১:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন থামার কোনো লক্ষণ নেই। গতকাল শুক্রবার (৮ আগস্ট) দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে নিহত হয়েছেন কমপক্ষে ৭২ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩১৪ জন। এতে চলমান অভিযানে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩০ জনে।

এই তথ্য শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন আরও ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন। তবে এই সংখ্যা শুধুমাত্র তাদের, যাদের হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কিংবা সড়কে পড়ে থাকা বহু মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার সরঞ্জামের অভাব ও অব্যাহত বিমান হামলার কারণে মৃত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

শুক্রবার নিহত ৭২ জনের মধ্যে ১৬ জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান, কারণ ইসরায়েলি সেনারা খাদ্য ও ত্রাণ সংগ্রহে আসা ফিলিস্তিনিদেরও লক্ষ্য করে গুলি চালায়। এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭২ জনে।

অভিযানের পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণসামগ্রীর প্রবেশ কঠোরভাবে সীমিত করেছে ইসরায়েল, যার ফলে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান সংকটে ২০১ জন না খেতে পেয়ে বা অপুষ্টিজনিত কারণে মারা গেছেন, যাদের মধ্যে ৯৮ জন শিশু।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়াও, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলার সম্মুখীন হয়েছে। তবুও থেমে নেই ইসরায়েলের অভিযান। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে চলছে তীব্র নিন্দা ও প্রতিবাদ।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলছে ভারত
নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলছে ভারত
বিহারে ভোটার তালিকায় বিদেশিদের নাম, ৩ লাখকে নোটিশ
বিহারে ভোটার তালিকায় বিদেশিদের নাম, ৩ লাখকে নোটিশ
তীব্র ক্ষুধা গাজায়, মানবিক সুনামির শঙ্কা
তীব্র ক্ষুধা গাজায়, মানবিক সুনামির শঙ্কা