• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন রূপে ফিরছেন আফরান নিশো

বিনোদন ডেস্ক    ১০ আগস্ট ২০২৫, ০৩:০৩ পি.এম.
আফরান নিশো। ছবি: সংগৃহীত

কয়েক বছর আগেও প্রতি মাসে একাধিক নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়ে দর্শকদের মুগ্ধ করতেন আফরান নিশো। এখন তাকে দীর্ঘ বিরতিতে দেখা যায়, যা ভক্তদের আক্ষেপের কারণ। অনেকে সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই অনুরোধ করেন তাকে আবার টিভি নাটকে ফিরিয়ে আনতে। তবে মনে হচ্ছে, নিশোর নাটকে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

এবার ভক্তদের জন্য আসছে তার নতুন কাজ। আজ উন্মোচন করা হয়েছে ওয়েব সিরিজ ‘আকা’-র দুটি পোস্টার। হইচই-এর জন্য সিরিজটি নির্মাণ করেছেন নিশোর সঙ্গে বহু হিট নাটক উপহার দেওয়া নির্মাতা ভিকি জাহেদ।

সিরিজটি নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এ সিরিজটি নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি; কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকা-এর মাধ্যমে আমি আসলে দর্শকের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। সিরিজটি প্রকাশের পর এর রেজাল্ট বুঝতে পারব। এ ছাড়া নিশো ভাইয়ের সঙ্গে আমি অনেক কাজ করেছি। কিন্তু একসঙ্গে ওয়েব সিরিজে এবারই প্রথম। সেইসঙ্গে সিরিজে নাবিলারও প্রথম। সবকিছু মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

সিরিজে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে নাবিলা বলেন, ‘‘আমার জন্য ‘আকা’ খুবই বিশেষ একটি কাজ। কারণ এই কাজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে। তাই ভালো লাগার পাশাপাশি চিন্তাও হচ্ছে দর্শক কীভাবে নেবে। তবে কাজের অভিজ্ঞতা দারুণ।”

প্রকাশিত পোস্টারে দেখা যায়, লম্বা চুলে রাফ অ্যান্ড টাফ লুকে হাজির হয়েছেন নিশো। তবে কোনো পোস্টারেই তার মুখ পুরোপুরি প্রকাশ করা হয়নি—এক পাশে ঢাকা রাখা হয়েছে।

পোস্টারে আরও ঘোষণা করা হয়েছে, ‘আকা’ মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরেই। তবে সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সিরিজটিতে নিশোর বিপরীতে কে থাকছেন, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি। পোস্টারের ইঙ্গিত বলছে, এটি হতে যাচ্ছে একটি থ্রিলিং অ্যাকশন ঘরানার গল্প।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’