• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জয়াঅভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার রেকর্ড

বিনোদন ডেস্ক    ১২ আগস্ট ২০২৫, ০২:৩৭ পি.এম.
জয়া আহসান-ছবি

যুক্তরাষ্ট্র ও কানাডায় জয়া আহসানের সিনেমা সাফল্য পেয়েছেন। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ মুক্তির প্রথম তিনদিনেই রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায়।

মাত্র তিনদিনে উত্তর আমেরিকার প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলা ভাষার এই চলচ্চিত্রটি। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে ১১,১০০ ডলার-যা এতো কম সময়ে কলকাতার কোনো ছবির পক্ষে আগে সম্ভব হয়নি। 

ছবিটির মার্কেটিং ও পরিবেশনার দায়িত্বে থাকা বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘একটি ভালো গল্পের ছবি সবসময় দর্শকদের মন জয় করে। “ডিয়ার মা” দেখার পর একজন দর্শকও মুগ্ধতা ছাড়া কথা বলেননি। এটি অনিরুদ্ধ রায়ের সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। বাংলা ভাষার যেকোনো সিনেমার সাফল্য মানে পুরো শিল্পের জয়।’

নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে প্রথমবারের মতো কাজ করেছেন জয়া আহসান। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অনিরুদ্ধদা সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তাই তার ছবিগুলো মনস্তাত্ত্বিক ও পারিবারিক আবহে তৈরি হয়। “ডিয়ার মা” সেই ধারারই একটি অসাধারণ উদাহরণ। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা এটি।’

বায়োস্কপ ফিল্মস জানিয়েছে, প্রথম সপ্তাহে অর্ধশত সিনেমা হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়বে।

প্রায় এক দশক পর বাংলা সিনেমায় ফিরলেন ‘অন্তহীন’, ‘অনুরণন’ ও ‘পিংক’-খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। ‘ডিয়ার মা’র আন্তর্জাতিক মুক্তি উপলক্ষে বর্তমানে তিনি ও ছবির প্রযোজক ইন্দ্রানী মুখার্জী যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রচারণায় অংশ নিচ্ছেন।

ছবিটিতে জয়া আহসানের পাশাপাশি আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, নন্দিকা দাস, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ অনেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’