• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেজাজ হারালেন আলিয়া!

বিনোদন ডেস্ক    ১৫ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পি.এম.
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। স্বভাবগতভাবে শান্তশিষ্ট হলেও ২০২৩ সালে নিজের ঘরে বসে অনাকাঙ্ক্ষিতভাবে লেন্সবন্দি হওয়ার পর থেকেই পাপারাজ্জিদের সীমালঙ্ঘন নিয়ে একাধিকবার মুখ খুলেছেন তিনি। তবুও থামেনি ছবি শিকারিদের বাড়াবাড়ি। আবারও সেই সীমা চূড়ান্তভাবে অতিক্রম করায় পাপারাজ্জিদের ওপর ক্ষোভ ঝাড়লেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পিকলবল খেলে বাড়ি ফিরছিলেন আলিয়া। ঠিক তখনই ফটোশিকারিরা তার পিছু ধাওয়া করে আবাসনে ঢুকে পড়েন। এমনকি তার বাড়ির প্রবেশদ্বারের সামনে গিয়ে বাধা দেন। পাপারাজ্জিদের এমন আচরণেই মেজাজ হারান আলিয়া।

পাপারাজ্জিদের উদ্দেশে আলিয়া বলছেন, ‘গেটের ভেতরে ঢুকবে না একদম। এটা তোমাদের বাড়ি নয়। দয়া করে বাইরে যাও। এখান থেকে বের হও। তোমরা এখানে ঢুকতে পারবে না।’ তবে আলিয়া বারবার অনুরোধ করা সত্ত্বেও পাপারাজ্জিরা ছবি তোলা বন্ধ করেননি।

আলিয়া বলেন, ‘আপনারা এখনো কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ।’ আলিয়ার এমন কড়া মেজাজ এবং কথোপকথনের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি নেটিজেনরা আলিয়ার এমন প্রতিক্রিয়ার পক্ষে মত দিচ্ছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!
অনন্য মামুনের সিনেমায় তামান্না ভাটিয়া
অনন্য মামুনের সিনেমায় তামান্না ভাটিয়া