• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অসুস্থ রিংকুর জন্য দোয়া চাইলেন ভক্তরা

বিনোদন ডেস্ক    ১৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ পি.এম.
সংগীতশিল্পী মশিউর রহমান রিংকু-ছবি সংগৃহীত

২০০৫ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে নিজের যাত্রা শুরু করেন জনপ্রিয় সংগীতশিল্পী মশিউর রহমান রিংকু। অসাধারণ গায়কী ও সুরের জাদুতে তিনি অল্প সময়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন। তবে ক্যারিয়ারের শুরুতেই একের পর এক শারীরিক জটিলতায় ভুগতে শুরু করেন রিংকু।

জানা গেছে, তিনি এখন পর্যন্ত চারবার স্ট্রোক করেছেন। শুধু ২০২০ সালেই দুইবার স্ট্রোক হয় তার। বর্তমানে তার একটি পা প্যারালাইজড হয়ে গেছে, হাঁটেন খুঁড়িয়ে। দীর্ঘ সময় সংগীত থেকে দূরে থাকতে হয়েছে তাকে। বর্তমানে তিনি নিজ গ্রামের বাড়ি, নওগাঁর আত্রাই উপজেলার বড় সাওতায় অবস্থান করছেন।

শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন রিংকু। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রতিদিন রোগের সঙ্গে যুদ্ধ করছেন। স্ট্রোকের প্রভাব পড়েছে তার কথাবার্তাতেও- কিছুটা জড়তা লক্ষ্য করা যায়।

সম্প্রতি নওগাঁ শহরের মুক্তির মোড়ে একটি মিউজিক ফেস্টিভ্যাল ও বিজয় উৎসবে হাজির হয়েছিলেন রিংকু। অসুস্থ অবস্থায়ও মঞ্চে গাইলেন তিনি। তার সেই গানে ভক্তরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়।

ভিডিওর ক্যাপশনে এক ভক্ত লেখেন, ‘চেষ্টা, কষ্ট, আবেগ, উৎসাহ, অনুপ্রেরণা, অনুরোধ ও ভালোবাসার আরেক নাম মশিউর রহমান রিংকু। সে খুব অসুস্থ, তারপরও গান গেয়ে আমাদের আনন্দ দেয়। আমরা তার জন্য দোয়া করি, সুস্থতা কামনা করি।’

অন্যদিকে, শিল্পী রিংকু আক্ষেপ করে বলেছিলেন, ‘আমি অসুস্থ হওয়ার পর কেউ তেমন একটা খবর নেয় না। ইন্ডাস্ট্রির মানুষরা খুব স্বার্থপর। এমনকি ক্লোজআপ ওয়ানের বন্ধুরাও যোগাযোগ করে না।’

তার এই কথাগুলো অনেক ভক্তের মনে নাড়া দিয়েছে। একজন লিখেছেন, ‘চারবার স্ট্রোক, ভেঙে পড়া স্বপ্ন-গায়ক রিংকুর জীবনের গল্প যেন হাহাকারে ভরা। চলো সবাই মিলে তার জন্য দোয়া করি।’

তবে আশার কথাও শোনান রিংকু। বলেন, ‘আমি আগের চেয়ে কিছুটা ভালো। হয়তো আরও ভালো চিকিৎসা পেলে সুস্থ হয়ে আবারও গানে ফিরতে পারব।’

বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে রিংকু শুধু একজন গায়ক নন, বরং এক সংগ্রামী প্রতিচ্ছবি। তার সুস্থতা এবং সংগীতে পুনরাগমনের জন্য সবাই দোয়া করছেন-এটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন আজ
অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন আজ
ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা
ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা
ঢাবিতে খায়রুল বাসারকে নিয়ে বিতর্ক
ঢাবিতে খায়রুল বাসারকে নিয়ে বিতর্ক