• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোনা ও রুপার দাম আজকের বাজার

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ০২:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সবশেষ সমন্বয়কৃত দামে সোনা বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২৪ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমিয়েছে। সেদিন ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দামে এক হাজার ৫৭৪ টাকা কমানো হয়।

রোববার (১৭ আগস্ট) দেশের বাজারে সোনা সেই দামেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছে বাজুস।

এতে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলারআমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার
এর আগে, সবশেষ গত ২৩ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। যা ২৪ জুলাই কার্যকর হয়। সেই দাম অনুযায়ী আজ রোববার সোনা বেচাকেনা হয়েছে। তারও আগে ২২ জুলাই দাম বাড়িয়েছিল যা ২৩ জুলাই কার্যকর হয়।

এ ছাড়া দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে ঢাকায় ব্র্যাক ইপিএলের সম্মেলন
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে ঢাকায় ব্র্যাক ইপিএলের সম্মেলন
রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ কাটা পড়তে পারে
রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ কাটা পড়তে পারে
পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা
পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা