বলিউড অভিনেতা অচ্যুত পোতদার আর নেই


বলিউড অভিনেতা অচ্যুত পোতদার আর নেই
বলিউডের অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। সোমবার (১৮ আগস্ট) ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। তার শেষকৃত্য মঙ্গলবার ঠাণেতেই সম্পন্ন হবে।
চার দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত ক্যারিয়ারে অচ্যুত পোতদার ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। বাণিজ্যিক কিংবা সমালোচক প্রশংসিত— দুই ধরনের সিনেমাতেই সমান সাফল্যের ছাপ রেখেছেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং মারাঠি ছবি ভেন্টিলেটর। তবে ২০০৯ সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়টস সিনেমায় অধ্যাপকের চরিত্রে অভিনয় তাকে আজও দর্শকের মনে অমলিন করে রেখেছে।
নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে পর্দায় তার উপস্থিতি সবসময়ই আলাদা করে নজর কাড়ত। তার মৃত্যুতে বলিউড হারালো এক অভিজ্ঞ শিল্পী, আর দর্শক হারালেন প্রিয় এক মুখ।
ভিওডি বাংলা/ আরিফ