• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অমিতাভ বচ্চন: শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাচ্ছে

বিনোদন ডেস্ক    ১৯ আগস্ট ২০২৫, ০৪:০৬ পি.এম.
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন-ছবি সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ৮২ বছর বয়সেও কাজের প্রতি তাঁর নিবেদন অটুট। তবে সময়ের সঙ্গে সঙ্গে শরীরের পরিবর্তনও অনুভব করছেন তিনি।

সম্প্রতি তিনি তার ব্লগে লিখেছেন, ‘শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে।’ রোববার ভক্তদের সাথে দেখা করার পর তিনি তার ব্লগে দৈনন্দিন জীবনের নানা পরিবর্তন নিয়ে কথা বলেন। কাজের পাশাপাশি এখন তার জীবনযাত্রার একটি বড় অংশ জুড়ে রয়েছে নিয়মিত ওষুধ খাওয়া।

যেই কাজগুলো কিছুদিন আগেও তিনি খুব সহজে করতে পারতেন, এখন সেসবের জন্য এই হ্যান্ডেল বারের সাহায্য নিতে হয়। শরীরের ভারসাম্য ধরে রাখার জন্য এই সরঞ্জামগুলো তার জন্য খুবই জরুরি হয়ে উঠেছে।

যে কাজগুলো আগে সহজে করতেন, এখন সেগুলো করার জন্য হ্যান্ডেল বারের মতো সাহায্য নিতে হয়। তিনি বলেন, “এই সময়টা সবার জীবনে আসে। তবে আমি চাই না এটা আসুক। জন্মের পর থেকেই আমরা মৃত্যুর দিকে এগোতে থাকি। এটা স্বাভাবিক হলেও দুঃখজনক।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
বিশ্বাসঘাতকতা নিয়ে ভাবনার আবেগঘন স্ট্যাটাস
বিশ্বাসঘাতকতা নিয়ে ভাবনার আবেগঘন স্ট্যাটাস
দশ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি
দশ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি