• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক    ১৯ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পি.এম.
অপু বিশ্বাস-ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করার সময় জাল টাকা পেয়ে প্রতারিত হওয়া নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিনকে নিজ খরচে সৌদি আরব পাঠিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পবিত্র ওমরাহ পালনের পর রইস উদ্দিন দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) অপু বিশ্বাস রইস উদ্দিনের গ্রামের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন তার কয়েকজন সহকর্মী। আশেপাশের মানুষও তাকে দেখতে ভিড় জমায়।

ঘটনায় সহায়তার হাত বাড়িয়েছিল আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। তারা প্রথমে রইস উদ্দিনকে ৫০ হাজার টাকা প্রদান করে এবং পরবর্তীতে আরও বিভিন্নভাবে সহায়তা করেছে। অভিনেত্রী অপু বিশ্বাস স্বতঃস্ফূর্তভাবে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এই মানবিক উদ্যোগে অংশ নেন। ২৫ জুলাই রইস উদ্দিন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হন।

নেটিজেনরা অপু বিশ্বাসের জন্য দোয়া করছেন, তার জীবনের সব কষ্ট ও বিপদ দূর হোক, এমন প্রার্থনা করছেন।

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রামীণ গল্পে ‘ফুলগাঁও’ নিয়ে আসছেন সালাহউদ্দিন লাভলু
গ্রামীণ গল্পে ‘ফুলগাঁও’ নিয়ে আসছেন সালাহউদ্দিন লাভলু
বুকের ট্যাটুতে প্রয়াত স্ত্রীর মুখাবয়ব আঁকলেন পরাগ
বুকের ট্যাটুতে প্রয়াত স্ত্রীর মুখাবয়ব আঁকলেন পরাগ
হাসপাতালে ভর্তি পরীমণি
হাসপাতালে ভর্তি পরীমণি