ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক সভা


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে এক পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইথার টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাদাব মাহবুব প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যপ্রণালী তুলে ধরেন। এসময় তিনি জানান, এই সিস্টেমের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সম্পদ স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাকিং ও সুরক্ষা করা সম্ভব হবে।
সভায় উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী।রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট ও অফিস প্রধানগণ।
এছাড়াও ইথার টেকনোলজিস লিমিটেড-এর প্রজেক্ট ম্যানেজার তানজির আহমাদ তুষার, বিজনেস অ্যাডভাইজার মো: রফিকুল ইসলাম এবং ইউআই/ইউএক্স প্রধান তাসফিকুল আলম উপস্থিত ছিলেন।
সভায় ইথার টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাদাব মাহবুব প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যপ্রণালী তুলে ধরেন। এসময় তিনি জানান, এই সিস্টেমের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সম্পদ স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাকিং ও সুরক্ষা করা সম্ভব হবে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহম্মদ নসরুল্লাহ বলেন, “সিকিউরিটি সিস্টেম ম্যানেজমেন্ট করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা যদি অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য সিসিটিভি ক্যামেরার সাথে এই সিস্টেমকে যুক্ত করতে পারি, তবে স্মার্ট ক্যাম্পাস তৈরির পরিকল্পনা বাস্তবায়নে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।”
ভিওডি বাংলা/ এমএইচ