মুজিবনগরে ব্যাংক থেকে ফেরার পথে প্রবাসীর স্ত্রীর টাকা লুট


মেহেরপুরের মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে ব্যাংক থেকে ফেরার পথে প্রবাসী সাদিকুরের স্ত্রী হোসনে আরার ব্যাগ থেকে ১ লাখ টাকা লুট করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে হোসনে আরা অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখা থেকে ২ লাখ ৮৫ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংকের বাইরে ডাবের পানি পান করার সময় বোরখা পরা কয়েকজন নারী তাকে ঘিরে গল্প জমায়। এক পর্যায়ে ওই নারীর ভ্যানেটি ব্যাগ থেকে ১ লাখ টাকার একটি বান্ডিল হাতিয়ে নেওয়া হয়।
ঘটনার পর হোসনে আরা লুটের চেষ্টা করার নারীসহ অন্যান্যদের খোঁজ করতে গেলে তারা পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সিসিটিভি ফুটেজে লুটের ঘটনায় জড়িত নারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম-ঠিকানা অনুসন্ধান করে তাকে আটক করার চেষ্টা চলছে।
ভিওডি বাংলা/জা