• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির অভিযাত্রা শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ০৮:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

"মাদক হঠাঁও কুড়িগ্রাম বাচাও" স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম টু যাত্রাপুর সড়কে অভিযাত্রা শুরু করেছে কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির। অভিযাত্রায় কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু'র নেতৃত্বে বিভিন্ন পেশা ও শ্রমজীবী মানুষজন অংশ গ্রহন করেন।

বুধবার ২০ আগস্ট বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকা থেকে অভিযাত্রা শুরু করে যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর হাটে গণ সমাবেশে মাদক বিরোধী শপথের মাধ্যমে শেষ হয়। মাদকবিরোধী গণ সমাবেশে সভাপতিত্ব করেন মাদক প্রতিরোধ কমিটির সদর উপজেলার সদস্য সচিব মোঃ আবুল আখের।

এসময় বক্তব্য রাখেন মাদক প্রতিরোধ কমিটির কুড়িগ্রাম জেলার সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক এস এম আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মাদক বিরোধী কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক নাজমুন্নাহার বিউটি,জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, শিক্ষক দেওয়ান এনামুল হক, ডাক্তার রাকিবুল হাসান বাধন রহিমুদ্দীন হায়দার রিপনসহ অনান্যরা।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত