হোয়াটসঅ্যাপে নতুন চমক, লিঙ্কেই হবে চ্যাট!


জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নিয়ে আসছে যুগান্তকারী ফিচার ‘Guest Chat’ বা ‘অতিথি চ্যাট’। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাপ ছাড়াই শুধু একটি লিঙ্ক ব্যবহার করে চ্যাটে অংশ নেওয়া যাবে। ব্যবহারকারীদের জন্য এটি হতে যাচ্ছে একপ্রকার গেম চেঞ্জার।
প্রথমবারের মতো ফিচারটির খবর প্রকাশ করেছে বিশ্বস্ত টেক ট্র্যাকার WABetaInfo। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং অ্যান্ড্রয়েডের 2.25.22.13 বেটা ভার্সনে ফিচারটি দেখা গেছে।
কীভাবে কাজ করবে অতিথি চ্যাট?
ব্যবহারকারী একটি বিশেষ আমন্ত্রণ লিঙ্ক তৈরি করে অন্যের সঙ্গে শেয়ার করবেন।
হোয়াটসঅ্যাপ ব্যবহার না করলেও, লিঙ্কটি ওয়েব ব্রাউজারে খুলে সরাসরি চ্যাট করা যাবে।
অ্যাপ ডাউনলোড বা সাইন আপের প্রয়োজন হবে না।
কাজের ধরন অনেকটা হোয়াটসঅ্যাপ ওয়েব-এর মতো।
সুবিধা
অতিথি চ্যাটেও থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, ফলে বার্তা সম্পূর্ণ নিরাপদ থাকবে।
এমনকি হোয়াটসঅ্যাপও চ্যাটের কনটেন্ট দেখতে পারবে না।
সীমাবদ্ধতা
কেবল লিখিত বার্তা পাঠানো যাবে।
ছবি, ভিডিও, জিআইএফ, ভয়েস নোট ও ভয়েস/ভিডিও কল সুবিধা থাকবে না।
গ্রুপ চ্যাট সাপোর্ট করবে না।
বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ অনলাইন যোগাযোগকে আরও সহজ ও নিরাপদ করবে। তবে ফিচারটি কবে থেকে সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত হবে। হোয়াটসঅ্যাপের ইতিহাসে এটি হতে পারে আরেকটি
ভিওডি বাংলা/জা