• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফারুকী : তিশা

বিনোদন ডেস্ক    ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পি.এম.
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

টানা এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শনিবার (২৩ আগস্ট)  বিকাল ৫টা নাগাদ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে চিকিৎসকের পরামর্শমতে তাকে আগামী সাত দিন বিশ্রামে থাকতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। 

‘সম্মিলিত সুন্নি জোট’ এর ঘোষণা আসছে ৩০ আগস্ট‘সম্মিলিত সুন্নি জোট’ এর ঘোষণা আসছে ৩০ আগস্ট ফারুকীর বাসায় ফেরার একটি ভিডিও তিশা তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বাবা ফারুকীকে দেখে উচ্ছ্বসিত মেয়ে ইলহাম। শুধু তাই নয় দৌড়ে গিয়ে বাবাকে ফুল দিয়ে বরণ করে নেয়। 

চার দিনের সফরে কক্সবাজারে গিয়ে গত শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন ফারুকী। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, তিনি হোটেল ওশান প্যারাডাইসে অবস্থানকালে বুকে ও পেটে ব্যথা অনুভব করেন। এরপর রাত সাড়ে ১০টার পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেবী নাজনীনের জন্মদিন আজ
বেবী নাজনীনের জন্মদিন আজ
আরিয়ানের সিরিজে সালমান-রণবীর-ববির চমক
আরিয়ানের সিরিজে সালমান-রণবীর-ববির চমক
ক্যারিয়ারের চেয়ে এখন স্বাস্থ্যকে প্রাধান্য দিচ্ছেন সামান্থা
ক্যারিয়ারের চেয়ে এখন স্বাস্থ্যকে প্রাধান্য দিচ্ছেন সামান্থা