• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাটোরে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

সিংড়া (নাটোর) প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ০৯:৩৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সিংড়া উপজেলার বারুইহাটি গ্রামের ভ্যানচালক মোজাম্মেল হক (৪৫) ও একই গ্রামের আকতার হোসেন (৫০)।

শনিবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি বাস খেজুরতলায় ভ্যানটিকে চাপা দিলে মোজাম্মেল ও আকতার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জান্নাত পরিবহনের বাসটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুব হোসেন জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চৌগাছায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়
চৌগাছায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবুল রানা
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবুল রানা
বরগুনায় বন্ড ফ্যাশনের ২৫তম শোরুমের যাত্রা শুরু
বরগুনায় বন্ড ফ্যাশনের ২৫তম শোরুমের যাত্রা শুরু