• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহী তানোরে কমছে ফসলি জমি, বাড়ছে লিজ ও ধানের দাম

রাজশাহী ব্যুরো    ২৬ আগস্ট ২০২৫, ১২:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজশাহীর তানোরে ফসলি জমি দিন দিন কমছে পুকুর খনন ও কলকারখানাসহ স্থাপনা গড়ে ওঠায়। এতে উৎপাদন কমে যাওয়ায় প্রতি বছরই বেড়ে যাচ্ছে জমির লিজমূল্য ও ধানের দাম। কৃষকরা বলছেন, এভাবে চলতে থাকলে খাদ্য ঘাটতির আশঙ্কা দেখা দিতে পারে। ফলে ফসলি জমিতে পুকুর খনন ও স্থাপনা নির্মাণ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

স্থানীয় কৃষকরা জানান, চান্দুড়িয়া ইউনিয়নের সিলিমপুর ও হাড়দহ বিলে এক সময় সারাবছর ধান চাষ হতো। এখন সেই জমির বড় অংশ জুড়ে দেখা গেছে শত শত পুকুর। তারা অভিযোগ করেন, এসব অবৈধ পুকুর বন্ধে প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ করেও কোনো সুফল মেলেনি। বছরের একটি ফসল থেকে বেশি লাভ না হওয়ায় ভূমিদস্যুরা কৃষকদের লোভ দেখিয়ে জমি লিজ নিয়ে পুকুর খনন করে চলেছেন।

জানা গেছে, কয়েক বছর আগেও প্রতি বিঘা জমির লিজমূল্য ছিল বছরে ১০-২০ হাজার টাকা। এখন তা বেড়ে ৪০-৫০ হাজার টাকায় পৌঁছেছে, তাও সহজে মিলছে না। ফসলি জমি কমে যাওয়ায় জমির গুরুত্ব ও দাম দুটোই বেড়েছে।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, তানোর উপজেলায় মোট কৃষিজমির পরিমাণ ২২ হাজার ৬৬৫ হেক্টর। এর মধ্যে চাষযোগ্য জমি ২১ হাজার ২৯৫ হেক্টর। বর্তমানে ১৩ হাজার ৩৭৫ হেক্টর জমিতে আলু ও রোপা আমন ধান চাষ হচ্ছে। কমে যাওয়া জমির বড় অংশে পুকুর, আম ও পেয়ারা বাগান, ইটভাটা, কোল্ডস্টোর ও ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি পুকুর খনন হয়েছে চান্দুড়িয়া ইউনিয়নে। বাধাইড় ইউনিয়নে বেশি বাগান হয়েছে। এছাড়া মুন্ডুমালা পৌরসভা, কলমা, পাঁচন্দর, সরঞ্জাই, তালন্দ, কামারগাঁসহ প্রায় সব ইউনিয়নেই ফসলি জমি দখল করে পোলট্রি ফিড কারখানা, কোল্ডস্টোর, পুকুর, বাগান ও ঘরবাড়ি তৈরি হয়েছে।

ফসলি জমি কমায় ধানের উৎপাদনও কমছে। কৃষকরা জানান, প্রতি বছর ধানের দাম মণপ্রতি ২০০-৩০০ টাকা করে বাড়ছে।

কৃষক ও সচেতন মহল বলছেন, খাদ্য নিরাপত্তা রক্ষায় এখনই প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশের ভারসাম্যে আঘাত, তীব্র হচ্ছে জলবায়ু
পরিবেশের ভারসাম্যে আঘাত, তীব্র হচ্ছে জলবায়ু
ঝালকাঠির পেয়ারার দ্বিগুণ দামে  খুশি কৃষক-উদ্যোক্তারা
ঝালকাঠির পেয়ারার দ্বিগুণ দামে খুশি কৃষক-উদ্যোক্তারা
পাবনার ভাঙ্গুড়া দুইজন শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়া দুইজন শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠিত