• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরিচালক ভিকি জাহেদ একজন সাইকোপ্যাথ : নিশো

বিনোদন ডেস্ক    ২৭ আগস্ট ২০২৫, ০৪:৩০ পি.এম.
জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ ও  জনপ্রিয় অভিনেতা আফরান নিশো-ছবি সংগৃহীত

রহস্য আর সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘আকা’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো সোশ্যাল থ্রিলার ঘরানায় কাজ করলেন। 

গত সোমবার বিকালে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে প্রকাশিত হয়েছে সিরিজটির ট্রেলার। জমজমাট এক গল্পের আভাস মিলেছে সেই ট্রেলারে।

‘সময়টা ১৯৯৮ কি ১৯৯৯। আকা একে একে সব অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।’-নারী কণ্ঠের ভয়েসওভার দিয়েই শুরু হয় ট্রেলার।

সিরিজের প্রধান চরিত্র ‘আকা’ হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ট্রেলার প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি সব সময় ভালো গল্প ও প্রডাকশনের সঙ্গে থাকতে চাই। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। আমার কাছে গল্পটাই বড় বিষয়। আর ভিকি যদি পরিচালক হন, তাহলে তো আর কিছু বলার নেই। আমার চোখে তিনি একজন “সাইকোপ্যাথ”-ভালো মানুষ হলেও ভীষণ দুষ্ট। আমাদের বোঝাপড়াটাও দারুণ।’

নিজের চরিত্র নিয়ে নিশো বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম আজাদ আবুল কালাম, সংক্ষেপে “আকা”। ভিকি অনেক সময় রক্ত, খুনখারাপি নিয়ে কাজ করলেও “আকা”য় যা এসেছে, তা কেবল গল্পের প্রয়োজনে। দর্শকদের মনে হবে না আমরা অতিরঞ্জিত কিছু করেছি। পাশাপাশি এখানে মানবিকতা ও প্রেমের গল্পও রয়েছে।’

পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘আগেও অনেক থ্রিলার করেছি, তবে “আকা” আমার প্রথম সোশ্যাল থ্রিলার। এই কাজের মাধ্যমে দর্শকদের সঙ্গে এক ধরনের এক্সপেরিমেন্ট করেছি। মুক্তির পরই বোঝা যাবে কতটা সফল হয়েছি।’

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, যিনি সিরিজটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে বলেন, ‘ভিকি ভাইয়ের কাজের আমি ভীষণ ভক্ত। তিনি সাইকো থ্রিলার ঘরানায় অসাধারণ কাজ করেন। “আকা” একটি দুর্দান্ত প্রজেক্ট হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

আগামী ৪ সেপ্টেম্বর হইচই-তে মুক্তি পাচ্ছে ‘আকা’। সিরিজটিতে আরও অভিনয় করেছেন- জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, ইমতিয়াজ বর্ষণ, একে আজাদ সেতু, তাজজি হাসান ও শ্যামন্তি সৌমি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় শোরুমে গোপনে ভিডিও
উত্তরায় শোরুমে গোপনে ভিডিও
‘ভয়ংকর’ আফ্রিদির বর্ণনা দিলেন তানভীর রাহী!
‘ভয়ংকর’ আফ্রিদির বর্ণনা দিলেন তানভীর রাহী!
‘ইত্যাদি’ এবার ভোলার চরফ্যাশনে
‘ইত্যাদি’ এবার ভোলার চরফ্যাশনে