সিরিজে আকর্ষণীয় ফিচার নকিয়ার নতুন কিপ্যাড


ফের স্মার্টফোনের যুগে আলোচনায় ফিরেছে নকিয়া। HMD Global পরিচালিত এই ফিনল্যান্ডভিত্তিক ব্র্যান্ডটি বাজারে এনেছে আধুনিক ফিচারসমৃদ্ধ কিপ্যাড ফোন, যেখানে রয়েছে 4G VoLTE কানেক্টিভিটি, টেকসই ব্যাটারি ও মজবুত বিল্ড কোয়ালিটি।
ডিজিটাল ডিটক্স খোঁজার মানুষ বা সহজ-সরল ফোন চাওয়া ব্যবহারকারীদের লক্ষ্য করেই তৈরি ফোনগুলো ক্লাসিক ডিজাইন আর প্রিমিয়াম ফিচারের সমন্বয়। বাজেট-ফ্রেন্ডলি হলেও এগুলো সাধারণ ফিচার ফোনের চেয়ে অনেক বেশি কার্যকর ও আকর্ষণীয়।
বিশেষ ফিচার-
২.৮ ইঞ্চি প্রধান স্ক্রিন + ১.৭৭ ইঞ্চি এক্সটার্নাল ডিসপ্লে
Unisoc T107 প্রসেসর
৪৮MB RAM, ১২৮MB স্টোরেজ (microSD সাপোর্ট)
০.৩MP ক্যামেরা (LED ফ্ল্যাশ সহ)
১৪৫০mAh রিমুভেবল ব্যাটারি
4G VoLTE, Bluetooth 4.2, Micro-USB
নকিয়ার অন্যতম জনপ্রিয় ফোন 3210 এর নকশা ফিরিয়ে এনে আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে এই ফোনে।
লক্ষ্য ব্যবহারকারী- যারা চান পুরনো ফোনের অভিজ্ঞতা, কিন্তু হারাতে চান না 4G সুবিধা।
এই বিশেষ মডেলে রয়েছে বিল্ট-ইন ওয়্যারলেস ইয়ারবাডস, উন্নত মিউজিক কন্ট্রোল সিস্টেম এবং দীর্ঘ অডিও প্লেব্যাক সুবিধা।
উল্লেখযোগ্য ফিচার-
ওয়্যারলেস ইয়ারবাডস চার্জিং স্লট ফোনের মধ্যেই
উন্নত অডিও কোয়ালিটি ও মাল্টিমিডিয়া ফিচার
প্রিমিয়াম ডিজাইন ও ব্যবহার অভিজ্ঞতা
প্রতিটি ফোন তৈরি হয়েছে উন্নত মানের পলিকার্বোনেট বডি দিয়ে, যেখানে রঙ উপকরণের গভীরে দেওয়া থাকে- ফলে স্ক্র্যাচ কম পড়ে এবং রঙ নষ্ট হয় না।
নকশার বৈশিষ্ট্য-
ক্লাসিক কালো ছাড়াও নীল, গোলাপি, সবুজসহ বর্ণিল রঙ
ম্যাট ফিনিশ- ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট
বড় ও আলাদা কী- ট্যাকটাইল ফিডব্যাকসহ
প্রযুক্তির ভিড়ে সাদামাটা ব্যবহারকারীদের জন্য বড় সুযোগ
বর্তমানে যেখানে প্রতিটি ডিভাইস যেন জটিল ফিচারে ঠাসা, সেখানে নকিয়ার এই পদক্ষেপ অনেকের কাছেই শান্তির নিঃশ্বাস। যাদের দরকার কেবল ফোন, টেক্সট, গান আর কিছু দরকারি ফিচার-তাদের জন্য এই ফোনগুলো নিঃসন্দেহে অত্যন্ত কার্যকর এবং সাশ্রয়ী বিকল্প।
ভিওডি বাংলা/জা