• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএসই সূচক বাড়লো, লেনদেন ৩২৭ কোটি

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ১১:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই দিন পতনের পর বৃহস্পতিবার (২৮ আগস্ট) সূচক বড় উত্থান দেখিয়েছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসইর সব সূচক বেড়েছে। এ সময় প্রায় ৬ গুণ বেশি সিকিউরিটির দাম বেড়েছে, যা কমেছে তার তুলনায়।

প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে ৫,৪৯১ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ২,১৩৭ পয়েন্টে, আর ডিএসই শরিয়াহ সূচক ০.১১ পয়েন্ট বেড়ে ১,২০০ পয়েন্টে অবস্থান করছে।

বেলা ১১টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া ৩৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯৮টির শেয়ারের দর বেড়েছে, ৪৭টির কমেছে এবং ৪৮টির অপরিবর্তিত ছিল।

প্রথম ঘণ্টায় মোট লেনদেন হয়েছে ৩২৬ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা, যা বুধবারের ২৯৬ কোটি ২৫ লাখ ৮৩ হাজার টাকার তুলনায় বৃদ্ধি পেয়েছে। প্রথম ঘণ্টায় সর্বোচ্চ লেনদেনের অবদান রেখেছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, যার ৫৭ কোটি ৮৫ লাখ ৯২৬ শেয়ার হাতবদল হয়েছে, বাজার মূল্য ১২ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার ২৪ টাকা দরে আটা বিক্রি করবে
সরকার ২৪ টাকা দরে আটা বিক্রি করবে
বেনাপোল দিয়ে আবারও চাল আমদানি শুরু
বেনাপোল দিয়ে আবারও চাল আমদানি শুরু
ভারত থেকে চাল আমদানিতে আশার আলো
ভারত থেকে চাল আমদানিতে আশার আলো