জানুয়ারি-জুনে বাংলাদেশে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব


বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)সহ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ এই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ১.২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির ৫ম সভায় এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
২০২৫ সালের প্রথম ছয় মাসে প্রাপ্ত বিনিয়োগ প্রস্তাবের মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৬৫ মিলিয়ন ডলার, স্থানীয় বিনিয়োগ ৭০০ মিলিয়ন এবং যৌথ বিনিয়োগ ৮৫ মিলিয়ন ডলার। এর মধ্যে চীনের প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৩০ মিলিয়ন ডলার। এছাড়া সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগের প্রস্তাব এসেছে।
সভায় জানানো হয়, মোট ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাবের মধ্যে এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ২৩১ মিলিয়ন ডলার। অর্থাৎ প্রাথমিক প্রস্তাব থেকে চূড়ান্ত পর্যায়ে রূপান্তরের হার প্রায় ১৮ শতাংশ, যা বিশ্বমানের গড় হারের (১৫-২০ শতাংশ) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট কমানোর বিষয়েও আলোচনা হয়। বন্দরে দীর্ঘদিন ধরে আটকা প্রায় সাড়ে ৬ হাজার কনটেইনারের মধ্যে গত দুই মাসে ১০০০ কনটেইনার নিলামে বিক্রি করা হয়েছে। আগামী মাসে আরও ৫০০ কনটেইনার নিলামে তোলার কাজ চলছে। প্রধান উপদেষ্টার বিশেষ দূত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিলাম কার্যক্রম দ্রুত করার নির্দেশ দেন।
সভায় বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি) চালুর অগ্রগতির বিষয়ও আলোচিত হয়। বিডা, বেজা, বেপজা ও বিসিকের পরিষেবাগুলো একত্রিত করতে এই সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সফট লঞ্চ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং পূর্ণাঙ্গ চালু হবে সেপ্টেম্বরের শেষ নাগাদ।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টমস হাউজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা