• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দক্ষিণ সিটি ১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেবে

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০৪:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

শিশুদের টাইফয়েড প্রতিরোধে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ সফলভাবে বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ডিএসসিসি এলাকায় ১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন। দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) প্রদানের অংশ হিসেবে ডিএসসিসিতে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

টাইফয়েড ব্যাকটেরিয়ার কারণে ছড়ায় এবং দূষিত পানি ও খাবারের মাধ্যমে সংক্রমিত হয়। টিকা নেওয়ার মাধ্যমে টাইফয়েড জ্বর ও জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

ক্যাম্পেইনের সময়সূচি ও কেন্দ্রসমূহ:

১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শিশুদের টিকা প্রদান।

১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর: অস্থায়ী কেন্দ্র থেকে কমিউনিটি এবং প্রান্তিক শিশুদের টিকা।

মোট ২২৫২টি শিক্ষা প্রতিষ্ঠান, ৭৫টি স্থায়ী কেন্দ্র এবং প্রায় ৪৫০টি অস্থায়ী কেন্দ্রে কার্যক্রম অনুষ্ঠিত হবে।

শুক্রবার ও সরকারি ছুটি ছাড়া প্রতিটি ওয়ার্ডের স্থায়ী কেন্দ্রেও টিকা নেওয়া যাবে।

টিকা নেওয়ার জন্য শিশুর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে www.vaxepi.gov.bd
 ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। যাদের জন্ম নিবন্ধন অনলাইনে নেই, তারা নিজ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করে নিবন্ধন নিশ্চিত করতে হবে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর, জেলা ও থানা শিক্ষা কর্মকর্তা, রেড ক্রিসেন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত। আমরা চাই, শিশুরা নিরাপদে টিকা গ্রহণ করুক এবং এ কার্যক্রম যেন উৎসবে পরিণত হয়।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু অক্টোবরে: বাণিজ্য উপদেষ্টা
কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু অক্টোবরে: বাণিজ্য উপদেষ্টা
জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে র‍্যাব সক্রিয়: মহাপরিচালক
জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে র‍্যাব সক্রিয়: মহাপরিচালক
কর্ণফুলী টানেলে ৬৮৬ কোটি টাকার দুর্নীতি মামলা
কর্ণফুলী টানেলে ৬৮৬ কোটি টাকার দুর্নীতি মামলা