গণপতি দর্শনে গিয়ে কী ঘটল জাহ্নবীর সঙ্গে?


পরনে লাল পৈঠানি শাড়ি, নাকে নথ। একেবারে সাবেকি সাজে দেখা গেল জাহ্নবীকে। সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র সহ অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র।
গণেশচতুর্থী বাণিজ্য রাজধানী মুম্বইয়ের সবচেয়ে বড় উৎসব। এই সময় সাধারণ মানুষের পাশাপাশি রাস্তায় নামেন বলিউডের তারকাদেরও একাংশ। শাহরুখ খান থেকে ঐশ্বর্যা রাই বচ্চন— খ্যাতনামী অনেক তারকাই পায়ে হেঁটে যান গণপতি দর্শনে। এ বার রাস্তায় হেঁটেছেন জাহ্নবী কপূরও। সেখানেই গিয়ে জনজোয়ারের ধাক্কায় বেশ ভয়ই পেয়ে গেলেন জাহ্নবী। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় তেমনই ছবি ধরা পড়ল।
ওই ভিডিয়োয় দেখা গিযেছে, অভিনেত্রীর পরনে লাল পৈঠানি শাড়ি, নাকে নথ। একেবারে সাবেকি সাজে দেখা যাচ্ছে জাহ্নবীকে। সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র সহ অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। একটা লম্বা রাস্তা পায়ে হাঁটা। তার পর মূল মণ্ডপ। অভিনেত্রী হাঁটা শুরু করতেই ভিড় ছেঁকে ধরেছে তাঁকে। যত মণ্ডপের কাছাকাছি এগোতে থাকেন, যেন জনজোয়ার ঘিরে ধরে জাহ্নবীকে। তাতে তাঁর চোখেমুখে অস্বস্তি ধরা পড়ে।
মূর্তির সামনে পৌঁছোতেই যেন জনসমুদ্র আছড়ে পড়েছে তাঁকে ঘিরে, কেউ তাঁর শাড়ির আঁচল টানছেন, কেউ ধাক্কা দিচ্ছেন। সঙ্গী সিদ্ধার্থ যতটা পারছেন হাতে দিয়ে সবাইকে আটকানোর চেষ্টা করেছেন। কিন্তু ততক্ষণে যেন হুমড়ি খেয়ে পড়ছেন দর্শনার্থীরা। দেখা গেল, তখনই নিরাপত্তারক্ষীরা জাহ্নবীকে ওই ভিড় থেকে দ্রুত বার করে নিয়ে আসেন।
ভিওডি বাংলা/ এমএইচ